কলকাতা: একুশে জুলাইয়ের ভার্চুয়াল বক্তৃতায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী শাসিত রাজ্যে নির্বাচিত সরকারগুলিকে অর্থশক্তি ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি।
দলের শহিদ দিবসে ভার্চুয়াল বক্তৃতায় মমতা অভিযোগ করেছেন, কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতি এই অবিচারের উপযুক্ত জবাব মানুষ দেবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বাংলা চালাবে বাংলার লোকজনই, বহিরাগতরা নয়’।
মমতা অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় সংস্থাগুলি ও অর্থশক্তি ব্যবহার করে বাংলার সরকারকে অস্থির করে তোলার ষড়যন্ত্র করছে কেন্দ্র। তিনি বলেন, বিজেপি দেশের সবচেয়ে ধ্বংসাত্মক দল’।
মমতা বলেছেন, ‘দেশ যখন কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন বিজেপি মধ্যপ্রদেশের পর রাজস্থান ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকারকে অস্থির করে তুলতে ব্যস্ত’।
রাজস্থানে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেছেন, ‘গুজরাতই সমস্ত রাজ্যকে শাসন করবে কেন? তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজন কী? একদেশ-এক দল করে দিলেই তো হয়।’