কলকাতা: জট কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে, নতুন সিনেমা 'আকাদেমি অফ ফাইন আর্টস' (The Academy Of Fine Arts)। আগামী ২১ নভেম্বর থেকে বড়পর্দায় দেখা যাবে এই সিনেমা। এই সিনেমা মুক্তি নিয়ে, একটি জট তৈরি হয়েছিল টলিউডে। গত ১৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু মুক্তির ঠিক ২ দিন আগে, সিনেমাটির মুক্তি স্থগিত করে দেওয়া হয়। সেই সময়ে, ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছিল, এই ছবি প্রতারণা করে তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটাকে ছাত্রদের ছবি বলা হলেও, আদপে এই সিনেমার পিছনে রয়েছেন প্রযোজক। অভিযোগ ছিল, ছাত্রছাত্রীদের ছবির তকমা দিয়ে, একটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা তৈরি করা হয়েছে।

Continues below advertisement

সেই সময়ে, সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে গোটা বিষয়টা জানিয়েছিলেন পরিচালক জয়ব্রত দাস। পাশাপাশি, ফেডারেশনের বিরুদ্ধে চাপা ক্ষোভ শোনা গিয়েছিল। তবে পরিচালক জানিয়েছিলেন, তাঁরা স্বরূপ বিশ্বাসের সঙ্গে মিটিংয়ে বসেছেন, তবে সেই মিটিং ফলপ্রসূ হয়নি। এর ফলে, নির্দিষ্ট দিনে সিনেমার মুক্তি সম্ভব হয়নি নির্দিষ্ট দিনে। সোশ্যাল মিডিয়া কার্যত দ্বিধাবিভক্ত হয়ে যায় 'আকাডেমি অফ ফাইন আর্টস' -এর মুক্তি ঘিরে। মতামত, পাল্টা মতামত চলতেই থাকে। এই সিনেমার সঙ্গে প্রমোদ ফিল্মসের নাম যুক্ত হয়েছে ২০২৩ সাল থেকে, এতেই আপত্তি জানিয়েছিল ফেডারেশন।

ফেডারেশনের যুক্তি ছিল, সিনেমাটা সত্যিই যদি কেবলমাত্র ছাত্রছাত্রীরা মিলে, তাঁদের পকেটের টাকা দিয়ে তৈরি করতেন, তাতে ফেডারেশনের আপত্তির জায়গা ছিল না। কিন্তু যেখানে প্রযোজক জড়িয়ে থাকেন, সেখানেই থাকে টেকনিশিয়ানদের স্বার্থ। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের অভিযোগ ছিল, প্রমোদ ফিল্মস তাদের আগের ২টি ছবির জন্য কলাকুশলীদের বকেয়া এখনও মেটায়নি। সে কারণেই আপত্তি জানিয়েছে ফেডারেশন। এরপরে দফায় দফায় বৈঠকের পরে, অবশেষে মিলল সমাধানসূত্র। 

Continues below advertisement

জানা যাচ্ছে, ছবির পরিবেশক বদল করা হয়েছে। আগে এই সিনেমার পরিবেশক ছিল আইনক্স পিভিআর। তার বদলে এখন এই সিনেমার প্রযোজক হচ্ছেন, শতদীপ সাহা। এছাড়াও, প্রমোদ ফিল্মসকে নিয়ে ফেডারেশনের গুরুতর অভিযোগ ছিল বকেয়া টাকা না মেটানোর। জানা যাচ্ছে, তারও ৫০ শতাংশ মিটিয়েছে প্রমোদ ফিল্মস। বাকি টাকা দিয়ে সাহায্য করেছেন শতদীপ। এই মধ্যস্থতাতেই জট কাটে ছবি মুক্তির আর ছবির পরিবেশক হন শতদীপ। 

তবে পরিচালকের তরফ থেকে জানানো হয়েছে, নতুন করে ছবি মুক্তির নতুন  তারিখের জন্য আর প্রচার চালানো সম্ভব নয়। এই বিষয়ে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমকেই ভরসা করছেন তাঁরা।