The Bengal Files: বিতর্কের নতুন নাম বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবি এখনও রিলিজ হয়নি, সবে ট্রেলার লঞ্চ হয়েছে, আর তাতেই হুমকি পাওয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন পরিচালক। সংবাদসংস্থা এএনআই- এর একটি সাক্ষাৎকারে সঞ্চালক তাঁকে জিজ্ঞেস করেছেন, 'হুমকি পাচ্ছেন?'
জবাবে কী কী বললেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী...
'নিশ্চয়। ফোন দেখবেন আপনি? চমকে যাবেন। আমার ছেলে, মেয়ে ...... কাশ্মীর ফাইলস রিলিজের পর আমার নামে তিনটে ফতোয়া জারি হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত একবারও বাচ্চাদের সঙ্গে এক গাড়িতে বসে যাইনি। বাইরে কোথাও ছুটি কাটাতে যাইনি। তবে একটা কথা বলতে পারি, কাশ্মীর ফাইলস বানিয়ে আমায় এত সমস্যায় পড়তে হয়নি, যেটা বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে হচ্ছে। যে ঘৃণ্য পর্যায়ে নেমে আমায় নিশানা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লিঞ্চিং করা হচ্ছে, সেটা অবিশ্বাস্য।'
'কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে তো কিছু জঙ্গি গোষ্ঠী ছিল, তাদের সমর্থন করা লোক ছিল, কিছু রাজনৈতিক দল ছিল যারা কাশ্মীর পণ্ডিতদের বিষয় সামনে আসতে দিতে চাইছিল না, ওদের আক্রমণ আমি বুঝতে পারছি। কিন্তু বেঙ্গল ফাইলস তো সরাসরি অ্যাকশন ডে- এর ব্যাপারে, বাঙালিদের কথা রয়েছে, বাংলা গান, বাঙালি খাবারের কথা রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কীভাবে এরা অন্ধ হয়ে গিয়েছে। এটাও বুঝতে পারছি যে ভোটব্যাঙ্ক ঠিক রাখার জন্য আমায় এভাবে আক্রমণ করা হচ্ছে।'
'কিন্তু যতটা নীচে নেমে করা হচ্ছে... কারও মেয়ে বা স্ত্রী'র সঙ্গে তো এরকম করা উচিত নয়। পুরুষ হলে, সাহস থাকলে আমার সঙ্গে লড়ো। কেউ যদি ভাবে আমি ভয় পেয়ে যাব, আমার মনোবল ভেঙে যাবে, এটা তাদের ভুল ভাবনা। আমার নাম বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। আমি ভয় পাওয়ার লোক নই। আমার কিছু হারানোর ভয় নেই। আমায় ভয় পাওয়ানোই যাবে না। আমার সঙ্গে বন্ধুত্ব করা যাবে, বোঝানো যাবে, অনুরোধ করা যাবে, তবে ভয় পাওয়ানো যাবে না।'
আগামী ৫ সেপ্টেম্বর বড় পর্দায় রিলিজ হওয়ার কথা রয়েছে 'দ্য বেঙ্গল ফাইলস'- এর। ট্রেলার ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ইউটিউবে। কলকাতায় একটি পাঁচতারা হোটেলে 'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চ করতে এসেছিলেন পরিচালক এবং টিম। সেখানে ট্রেলার লঞ্চের দিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিচালকের অভিযোগ, ট্রেলার লঞ্চ চলাকালীন মাইকের তার কেটে দেওয়া হয়। অন্যদিকে হোটেল কর্তৃপক্ষের দাবি, এ জাতীয় কোনও কাজ করা হয়নি। আর পুলিশের অভিযোগ, পরিচালকের কাছে পুরসভার অনুমতি ছিল না। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।