মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পাবে 'বান্টি অউর বাবলি টু' Bunty Aur Babli 2)। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), সেফ আলি খান (Saif Ali Khan), সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘ। সম্প্রতি 'বান্টি অউর বাবলি টু' ছবিরই প্রোমোশনের জন্য রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ এসেছিলেন সেফ আলি খান ও রানি মুখোপাধ্যায়। সেখানেই রানি মুখোপাধ্যায়ের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির জনপ্রিয় ডায়লগকে মজার ছলে একেবারেই নিজের মতো করে বললেন রণবীর সিংহ।


বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়ে গিয়েছে নতুন কুইজ শো 'দ্য বিগ পিকচার'। এই কুইজ শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহকে। শোয়ের ভিন্ন ধরনের জন্যই এটি দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে। পাশাপাশা রণবীর সিংহের সঞ্চালনাও পছন্দ হয়েছে দর্শকদের। অতিথি প্রতিযোগীদের সঙ্গে প্রায়শই নানান মজাদার কাণ্ড করতে দেখা যায় 'লুটেরা' অভিনেতাকে। এবারও তেমনই করলেন রানি মুখোপাধ্য়ায়ের সঙ্গে। 


সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রানি মুখোপাধ্যায়ের সামনে শাহরুখ খানের কথা বলার কায়দায় 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির ডায়লগ বলছেন রণবীর সিংহ। 'একজন পুরুষ মানুষের মাথা তিনজন নারীর সামনে ঝুঁকতে পারে। নিজের মায়ের সামনে, দুর্গা মায়ের সামনে।' এবার রানি মুখোপাধ্যায়ও তাঁর চরিত্রের ঢংয়ের প্রশ্ন করেন, আর? রণবীর সিংহ সেই ডায়লগকেই নিজের মতো করে বলে হাসিতে ফেটে পড়েন। বলেন, 'আর মালকিনের সামনে'। 



ছোট পর্দার জনপ্রিয় কুইজ শো 'দ্য বিগ পিকচার' ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই এই কুইজ শোয়ে ক্যাটরিনা কাইফ, রোহিত শেট্টি, জাহ্নবী কপবর, সারা আলি খানের মতো তারকারা এসেছেন। এবার 'বান্টি অউর বাবলি টু' ছবির প্রোমোশনে সেফ আলি খান ও রানি মুখোপাধ্য়ায়কে দেখা গেল এই কুইজ শো-তে। আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।