মুম্বই : মহারাষ্ট্রের আহমেদনগরে জেলা হাসপাতালে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১০ জন করোনা রোগীর। জখম আরও এক রোগী। হাসপাতালের আইসিইউ-তে আগুন লাগে। ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও কারণ জানা যায়নি। হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না, অভিযোগ দমকলের। জানা গেছে, আজ সকাল সাড়ে দশটা নাগাদ হাসপাতালের আইসিইউ-তে আগুন লাগে।
আরও এক করোনা আক্রান্ত গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। ১৭ জন রোগী ভর্তি ছিলেন। বাকি রোগীদের অন্য একটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেলা কালেক্টর ড. রাজেন্দ্র ভোসালে এ কথা জানিয়ে বলেছেন, ওই কাঠামোর ফায়ার অডিট করানো হয়েছিল।
ভোসালে বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে দমকল বিভাগের অনুমান, ইলেট্রিক্যাল শর্ট সার্কিটের জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের সময় যে ছবি সামনে এসেছে সেখানে হাসপাতালে নিচের তলগুলি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়। দেখা গিয়েছে, অগ্নিকাণ্ডে পোড়া দেওয়াল, ভেঙে পড়া সিলিং প্যানেল।
অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর মুখে ঢলে পড়া রোগীদের বাঁচাতে চিকিৎসকের প্রচেষ্টার ছবি। সেইসঙ্গে যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদের মৃত্যুপুরীর বাইরে চত্বরে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার আগে বসিয়ে রাখার ছবিও সামনে এসেছে।
এই ঘটনার তদন্ত হবে বলে এক পদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক বলেছেন যে, আহমেদনগরে সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একজন। হাসপাতালের ফায়ার অডিট করা হয়েছিল কিনা, সে বিষয়ে সরকার তদন্ত করে দেখবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতের পরিবারবর্গকে আর্থিক সহায়তা দেবেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত আসছে...