প্রসঙ্গত, ছবির একটি ট্রেলরে একজায়গায় রয়েছে এই 'ইন্টারকোর্স' শব্দটি। সেটা শোনার পরই সিবিএফসি প্রধান পহেলাজ নিহালানি নির্দেশ দিয়েছেন, ট্রেলর থেকে শব্দটি ছেঁটে দিতে হবে। তবে এখনও পর্যন্ত সিবিএফসি-র সেই নির্দেশিকায় কর্ণপাত করেননি ছবির পরিচালক। সেইজন্যে সেন্সর বোর্ডের প্রধানের দাবি, তাঁরা এখনও 'জব হ্যারি মেট সেজাল'-এর ট্রেলর চলার জন্যে সবুজ সঙ্কেত দেননি টিভি চ্যানেলগুলোতে।
এদিকে এরমধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেল ও বিনোদনের চ্যানেল ইউটিউব থেকে ট্রেলরের আনকাট ভার্সান ডাউনলোড করে নিয়ে চ্যানেলে চালিয়ে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন পহেলাজ নিহালানি। এর আগে সেন্সর কোপে পড়েছিল প্রকাশ ঝা-র 'লিপস্টিক আন্ডার মাই বোরখা'ও। এবার শাহরুখ-অনুষ্কা অভিনীত ছবির ট্রেলর কড়া ভাষায় সমালোচিত হল সিবিএফসিতে। আগামী ৪ অগাস্ট পর্দায় আসার কথা এই ছবির।
দেখুন ছবির প্রথম ট্রেলর