এবার নিহালানির কোপে শাহরুখের 'জব হ্যারি মেট সেজাল', 'ইন্টারকোর্স' শব্দে আপত্তি

Continues below advertisement
মুম্বই:  সম্প্রতিই মুক্তি পেয়েছে 'জব হ্যারি মেট সেজাল'-এর ট্রেলর। মুক্তির সঙ্গে সঙ্গে জোর চর্চায় ছবির ট্রেলর। ইমতিয়াজ আলি পরিচালিত এই রোম্যান্টিক কমেডিতে অভিনয় করেছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মা। ছবি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ যখন তুঙ্গে, তখন সেন্সর বোর্ডের কড়া নজর পড়ল ছবির ট্রেলরের ডায়লগের ওপর। সেন্সর বোর্ডের দাবি, ছবির ট্রেলর থেকে 'ইন্টারকোর্স' শব্দটি সরাতে হবে।শুনুন সেই কথোপকথনটি প্রসঙ্গত, ছবির একটি ট্রেলরে একজায়গায় রয়েছে এই 'ইন্টারকোর্স' শব্দটি। সেটা শোনার পরই সিবিএফসি প্রধান পহেলাজ নিহালানি নির্দেশ দিয়েছেন, ট্রেলর থেকে শব্দটি ছেঁটে দিতে হবে। তবে এখনও পর্যন্ত সিবিএফসি-র সেই নির্দেশিকায় কর্ণপাত করেননি ছবির পরিচালক। সেইজন্যে সেন্সর বোর্ডের প্রধানের দাবি, তাঁরা এখনও 'জব হ্যারি মেট সেজাল'-এর ট্রেলর চলার জন্যে সবুজ সঙ্কেত দেননি টিভি চ্যানেলগুলোতে। এদিকে এরমধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেল ও বিনোদনের চ্যানেল ইউটিউব থেকে ট্রেলরের আনকাট ভার্সান ডাউনলোড করে নিয়ে চ্যানেলে চালিয়ে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন  পহেলাজ নিহালানি। এর আগে সেন্সর কোপে পড়েছিল প্রকাশ ঝা-র 'লিপস্টিক আন্ডার মাই বোরখা'ও। এবার শাহরুখ-অনুষ্কা অভিনীত ছবির ট্রেলর কড়া ভাষায় সমালোচিত হল সিবিএফসিতে। আগামী ৪ অগাস্ট পর্দায় আসার কথা এই ছবির। দেখুন ছবির প্রথম ট্রেলর
Continues below advertisement
Sponsored Links by Taboola