কলকাতা: এই ছবির পরিকল্পনা করা হয়ে গিয়েছিল প্রথম ছবি মুক্তির দিনই। বড়পর্দায় যখন পাহাড়ে একেনবাবুর অভিযানের সঙ্গী হচ্ছেন দর্শক, তখনই একেনবাবুকে রাজস্থানের মরুভূমিতে নিয়ে যাওয়ার ছক কষছিলেন অভিনেতা, পরিচালক ও নির্মাতারা। আর সেই পরিকল্পনাকেই বাস্তবে রূপান্তরিত করে দর্শকদের খবর দিলেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। বড়পর্দায় ফিরছে 'দ্য একেন', এবারের গল্প রাজস্থানে।                                                                                                                                                               


গল্পের নাম 'রাজস্থানে রুদ্ধশ্বাস'। সোশ্যাল মিডিয়ায় এই নামের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন লালমোহনবাবুর লেখা উপন্যাসের। খোদ অনির্বাণও কি তাই? প্রশ্ন শুনে অনির্বাণ হেসে বললেন, 'এমন নাম শুনে লালমোহনবাবুর কথা মনে পড়বে না এমন বাঙালি নেই। আমরও পড়েছিল বটে। লালমোহনবাবু বলে গিয়েছিলেন 'রাজস্থানে রক্তপাত'। একেন অনেক ছোটরা দেখে, তাই নাম নিয়ে আমাদের সতর্ক থাকতে হয়। খুব কড়া কোনও শব্দ আমরা ব্যবহার করতে চাই না। ঠিক এই কারণেই প্রথমে সিদ্ধান্ত নেওয়া 'কলকাতায় কিডন্যাপ'-নাম বদলে করে নেওয়া হয় 'কলকাতায় কেলেঙ্কারি'। এই নামটা ঠিক হতে আমার মনেও লালমোহনবাবুর কথা এসেছিল বটে, কিন্তু এইধরণের নামকরণের পিছনে আমাদের মাথায় অন্য ভাবনা কাজ করে।'                                                                             


আরও পড়ুন: Sabyasachi Chowdhury Birthday: 'আমার বেঁচে থাকার কারণ', সব্যসাচীর জন্মদিনে লিখছেন ঐন্দ্রিলা     


এবারের শ্যুটিং হবে জয়সলমীরে। আগে কখনও জয়সলমীর যাননি অনির্বাণ। একেনের হাত ধরেই প্রথম জয়সলমীরে পা রাখবেন তিনি। অভিনেতা বলছেন, 'ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শ্যুটিং শুরু। ইতিমধ্যেই একটা দল গিয়ে রেইকি করে এসেছে। আমি তো ছবিগুলো দেখেই উচ্ছ্বসিত। জয়সলমীর বলতেই আমাদের মনে পড়ে সোনার কেল্লা, উট.. এই সবই রাখা হয়েছে একেন-এর এই গল্পের চিত্রনাট্যে। তবে এটা অনুকরণ নয়, বলতে পারেন নস্ট্যালজিয়া আর শ্রদ্ধা জানানোর জন্য।'                                                           


এই ছবিতেও অনির্বাণের সঙ্গী সুহোত্র মুখোপাধ্যায়। অভিনেতা বলছেন, 'একেনের নতুন সিজনের শ্যুটিং করতে গিয়ে দেখলাম, আমাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ কাজ করছে ক্যামেরায়। আশা করব ছবিতেও তাই হবে। এছাড়াও এবার প্রথমবার একেন ফ্রাঞ্চাইজির সঙ্গে কাজ করবেন রজতাভ দত্ত, রাজেশ শর্মা, সন্দীপ্তা সেন, সুব্রত দত্ত। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।'