কলকাতা: বিরসা দাশগুপ্তের (Birsha Dashgupta)-র নতুন ছবি 'ব্যোমকেশ দুর্গ-রহস্য' (Byomkesh Durgo Rohosshyo) দর্শকের মধ্য়ে চড়ছে উন্মাদনার পারদ। এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেব (Dev)-কে। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। আর আজ রুক্মিণী মৈত্রর জন্মদিনে প্রকাশ্য়ে এল অভিনেত্রীর নতুন লুক। যেখানে বাঙালি বধূ বেশে দেখা মিলেছে অভিনেত্রী। সিঁথি চওড়া সিঁদুর, হাতে শাখা পলা পরা হাসি মুখে দাঁড়িয়ে আছেন নায়িকা। এখানেই শেষ নয়। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী অন্তঃসত্ত্বা।
'ব্যোমকেশ দুর্গ-রহস্য' (Byomkesh Durgo Rohosshyo) ছবির প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট অভিনেত্রী (Rukmini Maitra) জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে এই ছবি।
[fb]https://www.facebook.com/photo/?fbid=834218891600155&set=a.538483167840397&__cft__[0]=AZXpiGywfBlAyjwU4QGDnNBbLjc8V78q_-ZSACa1yOe3BG7AhsLue26laHh1xZq0t9hshObDBprRLbECqnM6R50dvDolDodawIRJiW5JlWhVGfkIBNqBxCZfntrudj9sOIByxeXGG6LDaBVTKhoKxRN6&__tn__=EH-R[/fb]
আরও পড়ুন...
প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে, শেষ হল বিরসা দাশগুপ্তের (Birsha Dashgupta)-র নতুন ছবি 'ব্যোমকেশ দুর্গ রহস্য' (Byomkesh Durgo Rohosshyo)-র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষে ছবি ভাগ করে নিয়েছেন পর্দার ব্যোমকেশ স্বয়ং। অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-র ছবিও শেয়ার হয়েছিল নেট দুনিয়ায়। তবে স্পষ্ট ছিল না তাঁদের সাজ। কিছুটা আবছা, ধোঁয়ায় ঢাকা। ঠিক গোয়েন্দা গল্পের মতোই রহস্যময়।
কেক কেটে শ্যুটিং শেষ উদযাপন করেন তাঁরা। চারটি শিডিউলে শ্যুটিং হয়েছে বিভিন্ন জায়গায়। কেবল শ্যুটিং শেষের জন্য কেক কাটাই নয়, সেদিন সেটে উদযাপন হয়েছিল দেবের পোশাক শিল্পী জয়ন্তী সেনের জন্মদিনও। এই ছবির জন্যও দেবকে সাজিয়ে তুলেছিলেন তিনি। তাঁর কাজের জন্য ধন্যবাদ জানিয়ে কেক কাটার ভিডিও শেয়ার করেন দেব।
শ্যুটিং শেষের ছবি শেয়ার করে দেব লেখেন, 'যাই বল… দারুণ হল। যার শেষ ভাল, তার সব ভাল। 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র শ্যুটিং আজ শেষ হল। দেখা হচ্ছে সিনেমা হলে।' এরপর পোশাকশিল্পীর জন্মদিনের ভিডিও শেয়ার করে দেব লেখেন, 'জয়তী, আমার পোশাক পরিকল্পনা শিল্পী। জয়তী তোমায় অনেক ধন্যবাদ আমায় সবসময় সুন্দর করে তোলার জন্য। সবচেয়ে বড় কথা আমায় ঠিক সেই চরিত্রটার মতো করে সাজিয়ে তোলার জন্য যেটা আমার পর্দায় ফুটিয়ে তুলতে প্রয়োজন হয়। আরও একবার তোমায় শুভ জন্মদিন।'