মুম্বই: শেষ দু’সপ্তাহ ধরে ওম পুরীর সাক্ষাৎকার নেওয়ার টানা চেষ্টা চালাচ্ছিল সংবাদসংস্থা পিটিআই। কিন্তু নানা কারণে হয়ে উঠছিল না। একবার ওম পুরীর সময় হয় না, তো আরেকবার সংশ্লিষ্ট সাংবাদিক অন্য কাজে ব্যস্ত। অবশেষে সব ঝঞ্ঝাট কাটিয়ে দু’পক্ষ ঠিক করেছিল, শুক্রবার বেলা ১১টায় হবে সেই সাক্ষাৎকার। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই সব শেষ। হৃদরোগে আচমকা আক্রান্ত হয়ে অজানা দুনিয়ায় পাড়ি দিলেন ওম পুরী।
বর্ষীয়াণ এই অভিনেতার আগামী ছবি ছিল ‘রম্ভাজান জিন্দাবাদ’। এ ব্যাপারে নানা সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছিলেন তিনি। তাই পিটিআইও ২৩ ডিসেম্বর তাঁর সাক্ষাৎকারের দিন ঠিক করে। কিন্তু নির্ধারিত দিনে ওম পুরীর ম্যানেজার জানান, তাঁর দাঁতে অস্ত্রোপচার হয়েছে, তাই কথা বলা এই মুহূর্তে সম্ভব নয়।
তারপর থেকেই শুরু হয় টানা প্রতীক্ষা। একবার ওম পুরী শপিংয়ে ব্যস্ত থাকেন তো অন্যবার সংশ্লিষ্ট সাংবাদিকের অন্য কাজ এসে যায়। আবার যখন সময় বার করা হয়, ওম পুরীর ম্যানেজার জানান, তাঁর শরীর ভাল নেই।
অবশেষে ঠিক হয়, বৃহস্পতিবার অর্থাৎ ৫ তারিখ হবে ওই সাক্ষাৎকার। কিন্তু দু’বার ফোন কেটে দেন অভিনেতা। পরে সন্ধেয় তাঁর সহকারীরা জানান, সন্ধেয় কথা বলবেন তিনি।
কিন্তু সন্ধেতেও তা বাস্তবায়িত হয়নি। ঠিক হয়, তা হবে শুক্রবার বেলা ১১টায়। কিন্তু এবারেও হতে পারল না ওই সাক্ষাৎকার। তার আগেই ওম পুরী পাড়ি দিলেন চিরঘুমের দেশে।
আজ বেলা ১১টায় ইন্টারভিউ ছিল ওম পুরীর!
ABP Ananda, Web Desk
Updated at:
06 Jan 2017 06:44 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -