মুম্বই: জনপ্রিয়তায় তুঙ্গে দ্য কপিল শর্মার শো। কিন্তু অগাস্টে শো শুরু হতেই বিতর্কে জড়াল ছোটপর্দার এই অনুষ্ঠান। কপিল শর্মা সঞ্চালিত এই অনুষ্ঠানের একটি পর্বে মদ্যপান করার দৃশ্যে দেখানোয় বিড়াম্বনায় পড়লেন কপিল শর্মা সহ এই শোয়ের নির্মাতারাও। 


একটি পর্বে মঞ্চে আদালতের আবহ তৈরি করে সেখানে মদ্যপান করার দৃশ্য দেখানো হয়। ২০২০ সালের ১৯ জানুয়ারি শোয়ের ওই দৃশ্যটি প্রথম বার সম্প্রচার করা হয় টেলিভিশনের পর্দায়। ২০২১ সালের ২৪ এপ্রিল ফের তা সম্প্রচারিত হয়। এই ধরনের দৃশ্য দেখানোর মাধ্যমে আদালতকে অসম্মান করা হয়েছে বলে মধ্যপ্রদেশের শিবপুর জেলার সুরেশ ধাকর নামের এক আইনজীবী সি জে এম কোর্টে দায়ের করেছেন এফআইআর।


আরও পড়ুন, রুপোলি পর্দায় ফের 'যশরত' রসায়ন, মুক্তি পাচ্ছে 'এসওএস কলকাতা'


জানা গিয়েছে এই মামলার শুনানি হবে পয়লা অক্টোবর। রিপোর্ট অনুসারে, ওই পর্বের আদালত কক্ষের দৃশ্যে সহ-তারকা মদের বোতল নিয়ে মঞ্চে আসেন এবং অন্যান্য লোকদের এটির স্বাদ নেওয়ার আহ্বান জানান। এফআইআর-এ আইনজীবীর দাবি এই দৃশ্য আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তিনি আরও বলেন, দৃশ্যটিতে একটি সংবিধিবদ্ধ সতর্কীকরণও থাকা উচিত ছিল, যা দেখানো হয়নি।


প্রসঙ্গত, সাত মাস দীর্ঘ বিরতির পর অগাস্টে ফের শুরু হয়েছে‘দ্য কপিল শর্মা শো’। এই শো-তে কপিল শর্মা  ছাড়াও সুমনা চক্রবর্তী, ভারতী সিং, কৃষ্ণ অভিষেক, সুদেশ লেহরি এবং অর্চনা পূরণ সিংহের মতো তারকাদের দেখা যায়। বলিউডের তাবড় অভিনেতারাও আসেন কপিলের অতিথি হয়ে। 


আরও পড়ুন, কার সঙ্গে সবথেকে বেশিদিন সম্পর্ক টিকেছে সলমন খানের?


তবে কেবল মদ্যপান নয়। এই শো-তে মহিলাদের বিরুদ্ধও অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগপত্রে দাবি করেছেন আইনজীবী। তিনি বলেন যে দ্য কপিল শর্মা শো অনুষ্ঠানটি বেশ অগোছালো। এখানে মহিলাদের নিয়েও অশ্লীল মন্তব্য করা হয়। এদিকে জনপ্রিয় এই শো শুরু হতেই এমন আইনি জটে বিপাকে নির্মাতারা।