মুম্বই: মুক্তি আগে থেকেই এই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক ছিল নির্মাতা থেকে দর্শকদের। ছবি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাতে শুরু করে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বক্স অফিস কালেকশনের পাশাপাশি বিভিন্ন মহল থেকে প্রশংসাও আসছে। খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। এবার ২০০ কোটির দোরগোড়ায় 'দ্য কাশ্মীর ফাইলস'। আর কত বাকি পৌঁছতে?


২০০ কোটির গণ্ডী টপকাতে আর কত বাকি?


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। মঙ্গলবার এই ছবির বক্স অফিস কালেকশন কিছুটা কম হলেও তাঁর পোস্ট দেখে আন্দাজ করা যাচ্ছে, আগামীকাল ২০০ কোটির ফলক ছুঁয়ে ফেলবে এই ছবি। তরণ আদর্শ পোস্ট করেছেন, 'দ্য কাশ্মীর ফাইলস' তার নিয়ে জায়গা ধরে রেখেছে। সপ্তাহের শেষেও এই ছবির বক্স অফিস কালেকশন অব্যাহত। সপ্তাহের অন্যান্য দিনেও ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি। আগামীকালইই ২০০ কোটির গণ্ডী টপকে যাবে। ইতিমধ্যেই 'দ্য কাশ্মীর ফাইলস' ব্যবসা করে ফেলেছে ১৯০.১০ কোটি টাকার।'


আরও পডুন- Katrina Kaif: 'নমস্তে লন্ডন'-এর পরই বলিউড থেকে পাততাড়ি গোটানোর পরিকল্পনা ছিল ক্যাটরিনার! তারপর?


প্রসঙ্গত, পরিচালক এক সাক্ষাৎকারে বলেন, 'দ্য কাশ্মীর ফাইলসে কোনও গান নেই। কারণ এটি ট্র্যাজিক ছবি। তবে এই ছবিটি গণহত্যার শিকার যাঁরা তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘও। আমি আসলে একজন কাশ্মীরি গায়ককে দিয়ে লোকগান রেকর্ড করেছি এবং আমরা চেয়েছিলাম লতা দিদি সেই গান গাইবেন। তিনি পেশাগত ভাবে গান গাওয়া ছেড়ে দিলেও আমরা অনুরোধ করেছিলাম। পল্লবীর ঘনিষ্ঠ ছিলেন তিনি এবং রাজিও হয়েছিলেন। কাশ্মীর তাঁর খুব কাছের। করোনার প্রকোপ কমলে গান গাইবেন বলে রাজিও হন। স্টুডিওয় যাওয়াও বারণ ছিল তাঁর। কিন্তু তারপর তো সব ওলটপালট হয়ে গেল। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নই রয়ে গেল।'