মুম্বই: একদিকে বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। অন্যদিকে দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই করমুক্ত করা হয়েছে এই ছবিকেষ সম্প্রতি সেই তালিকায় যোগ হল আরও কয়েকটি রাজ্যের নাম। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবিকে ঘিরে উত্তেজিত দর্শক। ইতিমধ্যেই তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আর পরিচালকের 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। হরিয়ানার পর গতকালই গুজরাত ও মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই ছবির টিকিট করমুক্ত করা হয়। ঘোষণা করা হয় রাজ্যগুলির সরকারের পক্ষ থেকে। এবার সেই তালিকায় নতুন নাম যোগ হল।


জানা গিয়েছে, হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশের পর এবার 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হল গোয়া এবং ত্রিপুরার সরকারের পক্ষ থেকেও। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইট করে জানান যে, 'পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এ কাশ্মীরি পণ্ডিতদের জীবনের নানা হৃদয় বিদারক কাহিনী দেখানো হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, সে কাহিনী উঠে এসেছে এই ছবিতে। রাজ্যের মানুষ যাতে এই ছবি দেখার প্রেরণা পান এবং ছবিটিকে সমর্থন করে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই ছবিকে ত্রিপুরার করমুক্ত ঘোষণা করা হল।' একইরকমভাবে গোয়ার সরকারও এদিন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে তাদের রাজ্যে করমুক্ত ঘোষণা করে।


আরও পড়ুন - Sreelekha Mitra: দার্জিলিংয়ে শ্যুটিং করতে গিয়ে এ কী করছেন শ্রীলেখা মিত্র!


প্রসঙ্গত, মুক্তির আগেই বেশ আলোড়ন তুলেছিল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বিতর্কও নেহাত কম হয়নি। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপানো ব্যবসা করেছে অনুপম খের (Anupam Kher) অভিনীত এই ছবি। শনিবার হরিয়ানা সরকার ঘোষণা করেছে, প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে গেলে টিকিটের দামের সঙ্গে যুক্ত হবে না জিএসটি। রবিবার একই ঘোষণা আসে গুজরাত সরকারের পক্ষ থেকে। টুইট করে এই কথা জানান,  রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেল। তার ঘণ্টা খানেক বাদে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইট করেন, ‘এই ছবিটি যত বেশি মানুষ দেখবে, তত ভাল। কারণ ছবিতে কাশ্মীরি হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার হয়েছিল, তা বর্ণনা করা হয়েছে। তাই এই ছবির টিকিট করমুক্ত করা হল মধ্যপ্রদেশে।’