নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি থেকে বক্স অফিস। সর্বত্র ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। সূত্রের খবর, এবার ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে (Vivek Ranjan Agnihotri) ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা (Y-category security) দেওয়া হল। শোনা যাচ্ছে সিআরপিএফ নিরাপত্তা (CRPF security) ব্যবস্থা সারা ভারতে পরিচালকের সঙ্গে থাকবে।


এক বিনোদন সংবাদ সংস্থা সূত্রে খবর, যে তাঁর ছবি মুক্তির পরে পরিচালক একের পর এক হুমকি পেতে পারেন সেই আশঙ্কা থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার অধীনে, বিবেক অগ্নিহোত্রীকে আটজন অফিসারের নিরাপত্তা দেওয়া হবে, যাঁদের মধ্যে দুইজন কমান্ডো এবং পুলিশ কর্মী থাকতে পারে।


আরও পড়ুন: Kareena Kapoor Holi Pic: ছেলের সঙ্গে 'অন্য' হোলি উদযাপন করিনার, রইল ছবি


'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি কাশ্মীরি পণ্ডিতদের ১৯৯০ সালে উপত্যকায় দুর্দশা নিয়ে তৈরি। ছবিটি বেশ আলোড়ন তৈরি করেছে সব মহলেই। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ছবির প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 


অন্যদিকে একের পর এক রেকর্ড ভাঙছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূরণের আগেই ১০০ কোটির ক্লাবে (100 Crore Club) প্রবেশ করতে চলেছে এই ছবি। সপ্তম দিনের শেষে এই ছবি বক্স অফিসে মোট ৯৭.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ১১ মার্চে মুক্তি পায় এই ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী ও পল্লবী যোশি।


ষষ্ঠ দিন পর্যন্ত এই ছবিটি মোট আয় করে ৭৯.২৫ কোটি টাকা। সপ্তম দিনেই সেই অঙ্ক অস্বাভাবিক বেড়ে যায়। দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রথম সপ্তাহের থেকেও বেশি আয় করবে বলে মনে করা হচ্ছে। ছবির নির্মাতারা নিশ্চিত যে ১০০ কোটির ক্লাবে খুব শীঘ্রই এটি প্রবেশ করতে চলেছে। এই সপ্তাহান্তে দোলের ছুটি থাকছে। ফলে সেই সুযোগে আরও কত ব্যবসা করবে ছবি সেই দিকেই তাকিয়ে নির্মাতারা।