মুম্বই: চলতি বছর অস্কারের (Oscar 2023) জন্য মনোনয়ন পেল বেশ কয়েকটি ভারতীয় ছবি। ৩০১টি ফিচার ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে পাঁচটি ভারতীয় ছবি। যদিও এই তালিকা এখনও পর্যন্ত সম্পূর্ণ নয় বলেই জানা গিয়েছে। আগামী ২৪ জানুয়ারি অস্কার মনোনয়নের তালিকায় কোন কোন ছবি জায়গা করে নিয়েছে, তা সঠিকভাবে জানা যাবে।


অস্কার মনোনয়নের তালিকায় ভারতী ছবির তালিকা-


পান নলিনের 'চেলো শো (লাস্ট ফিল্ম শো)' অস্কারের মনোনয়নের জন্য অফিশিয়াল এন্ট্রি পেয়েছে। এছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছে, বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)', ঋষভ শেট্টির 'কান্তারা (Kantara)', পরিচালক এস এস রাজামৌলির 'আরআরআর (RRR)' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawari)' জায়গা করে নিয়েছে এই তালিকায়। অন্যদিকে, মরাঠী ছবি 'মে বসন্তরাও', 'তুঝ্য সাথি কাহি হি', আর মাধবন অভিনীত 'রকেট্রি দ্য নাম্বি এফেক্টস', 'ইরাভিন নিঝাল', কন্নড় ছবি 'বিক্রান্ত রোনা' বিভিন্ন বিভাগে জায়গা করে নিয়েছে।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Hrithik Roshan Birthday: এই ছবিগুলিকে 'না' বলেন হৃত্বিক! পরে সেগুলি ব্লকবাস্টার হিট হয়


অস্কার মনোনয়নের তালিকায় 'দ্য কাশ্মীর ফাইলস' জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নিজের সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাস প্রকাশ করেছেন। লিখেছেন, 'বড় ঘোষণা। 'দ্য কাশ্মীর ফাইলস' জায়গা করে নিয়েছে অস্কার ২০২৩-এর প্রথম তালিকায়। ভারতের যে পাঁচটি ছবি এই তালিকায় জায়গা করে নিয়েছে, তার মধ্যে একটি 'দ্য কাশ্মীর ফাইলস'। সবাইকে জানাই অনেক অভিনন্দন। ভারতীয় ছবির জন্য এটি অসাধারণ একটি বছর।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">