কলকাতা: প্রথম দিনের পরে দ্বিতীয় দিনও। বলিউড অভিনেতা অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) উল্লেখযোগ্য ব্যবসা করল। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটির ব্যবসা করল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। এই ছবি ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পেয়েছে। ছবি দেখতে হলে ভিড় জমিয়েছেন দর্শক। তারই মাঝে তিন বিজেপি শাসিত রাজ্য, গুজরাত, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে এই ছবির টিকিট করমুক্ত হল। ঘোষণা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
মুক্তির আগেই বেশ আলোড়ন তুলেছিল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বিতর্কও নেহাত কম হয়নি। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপানো ব্য়বসা করেছে অনুপম খের (Anupam Kher) অভিনীত এই ছবি। শনিবার হরিয়ানা সরকার ঘোষণা করেছে, প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে গেলে টিকিটের দামের সঙ্গে যুক্ত হবে না জিএসটি। রবিবার একই ঘোষণা আসে গুজরাত সরকারের পক্ষ থেকে। টুইট করে এই কথা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেল। তার ঘণ্টা খানেক বাদে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইট করেন, ‘এই ছবিটি যত বেশি মানুষ দেখবে, তত ভাল। কারণ ছবিতে কাশ্মীরি হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার হয়েছিল, তা বর্ণনা করা হয়েছে। তাই এই ছবির টিকিট করমুক্ত করা হল মধ্যপ্রদেশে।’
ছবির পরিচালক বিবেক আলাদা আলাদা ভাবে তিন মুখ্যমন্ত্রীকেই ধন্যবাদ জানান। তাঁর দাবি, ‘এর ফলে সাধারণ মানুষ খুব সহজেই ছবিটি দেখতে পাবেন।’
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসা করেছেন নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)। শনিবার প্রযোজক অভিষেক আগরওয়াল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা পল্লবী যোশী সহ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির গোটা টিম দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এই ছবিটি মূলত ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ওপর তৈরি হয়েছে। অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশী।
ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল এদিন মোদির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং লেখেন, 'আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জির সঙ্গে সাক্ষাৎ করে খুবই আপ্লুত। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি সম্পর্কে তাঁর কথা এবং প্রশংসা আরও বিশেষ করে তুলেছিল গোটা বিষয়টিকে। আমরা কেবলই একটা ছবি প্রযোজনা করার জন্য প্রযোজক হইনি। ধন্যবাদ মোদি জি।'