মুম্বই: ছবি মুক্তির পর সারা দেশ সাফল্য সঙ্গে এগিয়ে চললেও, বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story Banned)।  সম্প্রতি সাংবাদিক বৈঠকে 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story Banned) ছবিটি ব্যান করে দেবার প্রতিবাদে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক শহরে সিনেমাহলগুলিতে বিক্ষোভ চলছে। আর এবার এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন আদাহ্ শর্মা (Adah Sharma)।






এএনআই সংবাদ সংস্থাকে আদাহ্ শর্মা বলেন,'দ্য কেরালা স্টোরি এখনও অবধি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ। আমি আশা করি ছবিটি সারা দেশেই স্বাধীনভাবে দেখানো হবে। যাতে সকলে দেখতে পারে এবং তাঁদের প্রতিক্রিয়া দিতে পারে।' প্রসঙ্গত, বিতর্কের মাঝেই  'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ২০০টিরও বেশি স্ক্রিনে প্রকাশ করেছে।  এদিকে  'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story)-র মুক্তির ৯ দিনের মাথায় এই ছবি ১০০ কোটির (100 crore club) গণ্ডি পার করেছে দেশের বাজারে। উল্লেখ্য বিষয় প্রথম রবিবারের তুলনায় দ্বিতীয় রবিবারে এই ছবি বেশি আয় করেছে। ১২ দিনের মাথায় এখনও পর্যন্ত এই ছবি আয় করেছে ১৫৬.৮ কোটি। সূত্রের খবর, রবিবার বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' হিন্দি ভাষার অঞ্চলে ৫৪.৬৮ শতাংশ বুকিং পেয়েছিল। দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ।


'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story Banned) ছবিটি ব্যান করে দেবার প্রতিবাদে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক শহরে সিনেমা হলগুলিতে বিক্ষোভ চলে। আর এমনই এক বিতর্কিত পরিস্থিতির মাঝে বিদেশে অন্য ছবি।এই ছবির পরিচালক একটি ভাচুয়াল সাংবাদিক সম্মেলনে, আমেরিকান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে, এই সিনেমাটি সিনেমার সৃজনশীল সীমানার বাইরে একটি মিশন। তিনি আরও বলেন, এটি এমন একটি আন্দোলন, যা বিশ্বজুড়ে জনগণের কাছে পৌঁছানো এবং সচেতনতা বৃদ্ধি করা উচিত। 


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


ইতিমধ্য়েই 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার বিরুদ্ধে মুখ খুলেছেন দিলীপ ঘোষ-সহ বিজেপির শীর্ষ নের্তৃত্ব। পাশাপাশি এনিয়ে বিরোধীতা করেছেন শাবানা আজমি। নিষিদ্ধ ঘোষণার পরদিন থেকেই দর্শকদের তুমুল বিক্ষোভ দেখা যায় শহরের প্রেক্ষাগৃহগুলিতে। এমনকি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির দিকেও মোড় নেয় উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়। এমনকি শহরের একটি প্রেক্ষাগৃহের সেই ঘটনার ভিডিও আপলোড করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অমিত মালব্য। ট্যুইটে তিনি বলেছিলেন, 'নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। মানুষকে সিনেমা দেখতে যাওয়ার জন্যও লাঞ্চিত হতে হচ্ছে।'