নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছেন ছবির নির্মাতারা। দেশজুড়ে ফের বিতর্কের ঝড়। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই রাজ্যে দেখানো হবে না 'দ্য কেরালা স্টোরি'। এরপর থেকে ক্রমেই বাড়ছে উত্তেজনা। 


সুপ্রিম কোর্টের দ্বারস্থ 'দ্য কেরালা স্টোরি' নির্মাতারা


এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ 'দ্য কেরালা স্টোরি' নির্মাতারা। গতকাল, ৮ মে, পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয় 'দ্য কেরালা স্টোরি' ছবিটিকে। সেই নিষেধাজ্ঞার বিরোধিতা করেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ নির্মাতারা। একইসঙ্গে তাঁরা তামিলনাড়ু সরকারের (Tamil Nadu Government) কাছে সেখানকার প্রেক্ষাগৃহগুলিতে নিরাপত্তা ব্যবস্থার আবেদন করবেন বলেও খবর। 


সোমবার, 'দ্য কেরালা স্টোরি' ছবিকে নিষিদ্ধ করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোনও হলে যদি 'দ্য কেরালা স্টোরি' চালানো হয় তাহলে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 'দ্য কেরালা স্টোরি' দেখালে রাজ্যের শান্তিশৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে। এই ছবিতে এমন দৃশ্য আছে যা অশান্তিতে উস্কানির আশঙ্কা সৃষ্টি করতে পারে বলে দাবি। 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


পশ্চিমবঙ্গ হল প্রথম রাজ্য যেখানে এই ছবিকে নিষিদ্ধ করে দেওয়া হল। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্য, কেন এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা কিছুতেই বুঝতে পারছেন না তিনি। 'তৃণমূল কংগ্রেস নেত্রীর সহানুভূতি কেন সন্ত্রাসবাদী সংস্থাগুলির সঙ্গে রয়েছে কেন কেরলের নিষ্পাপ মেয়েদের প্রতি নেই তা বুঝতে পারছি না।' দিল্লির প্রেক্ষাগৃহে এই ছবি দেখেছেন অনুরাগ ঠাকুর। ছবিটির প্রযোজক বিপুল শাহ বলেছেন, তাঁরা তৃণমূল সরকার দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। 


আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?


অন্যদিকে এই ছবি নিয়ে বিতর্কের আগুন যত ছড়াচ্ছে, ততই ঊর্ধ্বমুখী হচ্ছে ছবির ব্যবসা। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ট্যুইট অনুযায়ী, মাত্র চার দিনে ৪৫.৭২ কোটি টাকা আয় করেছে এই ছবি। প্রসঙ্গত, সম্প্রতি বিক্ষোভের ভয়ে তামিলনাড়ুতে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে কার্যত ছবিটি প্রদর্শন করতে অস্বীকার করা হয়। এরপর ছবির পরিচালক সুদীপ্ত সেন এবং প্রযোজক বিপুল শাহ সাংবাদিক সম্মেলন ডাকেন।