অনির্বাণ বিশ্বাস, কলকাতা : এবার ক্রিকেটের নন্দনকাননেও বকেয়া DA-র দাবিতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদের সাক্ষী থাকল মহানগরী। গতকাল ইডেনে IPL টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর সঙ্গে খেলা ছিল পাঞ্জাব কিংসের।  এদিন ম্যাচ চলাকালীন গ্যালারিতে দাঁড়িয়ে DA-র দাবিতে অভিনব প্রতিবাদ জানান সরকারি কর্মীরা।


প্ল্যাকার্ড হাতে DA-র দাবি জানানোর পাশাপাশি, KKR-এর জার্সি পরে কলকাতার দলকে সমর্থনও জানান আন্দোলনকারীরা।সম্প্রতি  DA-আন্দোলনের শততম দিনে শনিবার কলকাতায় মহামিছিল করে সংগ্রামী যৌথমঞ্চ। শহরের প্রাণকেন্দ্র দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পের হয়। কিন্তু  আইপিএলের ম্যাচ চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিএ-র দাবি ! এ দৃশ্য আগে দেখা যায়নি। ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএ-বঞ্চনার এ ধরনের প্রতিবাদ এই প্রথম। পাশাপাশি ম্যাচ চলাকালীন কেকেআরের সমর্থনেও গলা ফাটান তাঁরা।


গত শনিবার, মহামিছিলে অংশ নেন রাজ্য সরকারের হাজার হাজার কর্মচারী। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে যায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিল। সূত্রের খবর, সেই সময় বাড়িতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের জন্য় অভিষেকের বাড়ি কড়া পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছিল। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে কিছুটা এগিয়ে মিছিল থেকে ওঠে চোর স্লোগান। টানা ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পেরোয় সেদিন শান্তিপূর্ণ ভাবেই। এরপর আবার সোমবার ডিএ আন্দোলনকারীদের দেখা গেল খেলার মাঠে। 


আরও পড়ুন :


কালিম্পংয়ের এই বাড়ি থেকেই জন্মদিনে বেতারে কবিতা পাঠ, রবিস্মৃতি আঁকড়ে নিঃসঙ্গ গৌরিপুর হাউস


সূত্রের খবর, এর পর আন্দোলনের আঁচকে আরও তীব্র করার পথে হাঁটছে সংগ্রামী যৌথমঞ্চ। টানা অবস্থান আন্দোলন
,পেনডাউন, ধর্মঘট, মহামিছিলের পর সোমবার খাদ্যভবন ঘেরাও কর্মসূচি নেন আন্দোলনরত সরকারি কর্মীরা। লাগাতার কর্মবিরতির পরিকল্পনাও রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। 


একইসঙ্গে জেলায় জেলায় জেলাশাসকের দফতর ঘেরাও করারও পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দুর্নীতি আড়াল করতেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় ১৪৪ ধারা জারির উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। এই প্রসঙ্গে সল্টলেকে বিকাশ ভবনের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারির উদাহরণ টেনেছেন DA-আন্দোলনকারীরা। তাঁদের দাবি, রাজ্যে শিক্ষা-দুর্নীতির অভিযোগ সামনে আসতেই একইভাবে গত বছর দুয়েক ধরে বিকাশ ভবনের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হুমকি নিয়েও মুখ খুলেছেন   
DA-আন্দোলনকারীরা। তাঁদের দাবি, রাজ্যে কু-কথার রাজনীতি চলছে।