মুম্বই: বক্সঅফিসে বড় সাফল্য 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story Banned)। এই বছরের নির্বাচিত সুপারহিট ছবির তালিকায় রয়েছে এই ছবির। ইতিমধ্যেই  'দ্য কেরালা স্টোরি'ছবিটি মুক্তির ১৫ দিন পেরিয়ে গিয়েছে। তবে প্রেক্ষাগৃহে দেখার জন্য লোকের সংখ্যা কমেনি। সপ্তাহের মাঝেও এই ছবি ভাল সাড়া দিয়েছে দর্শকের তরফে। ইতিমধ্যেই ১৫০ কোটির সীমানা পেরিয়ে ২০০ কোটির পথে এগোচ্ছে 'দ্য কেরালা স্টোরি'।


আদাহ্ শর্মা অভিনীত ছবিটি গত  ১৪ দিনে ১৭১ কোটি টাকার উপরে ব্যবসা করেছে। অন্যদিকে, ১৫ তম দিনে গত শুক্রবার ৬ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। আর এইভাবেই ধীরে ধীরে ছবিটি ২০০ কোটির পথে এগোচ্ছে এবার। প্রসঙ্গত, 'দ্য কেরালা স্টোরিতে' রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ (Supreme Court)। উল্লেখ্য, 'দ্য কেরালা স্টোরি' নিয়েও সুপ্রিম কোর্টে (Supreme Court) জোর ধাক্কা রাজ্য সরকারের (West Bengal Govt) ।সিনেমা ব্যান নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে সমালোচিত রাজ্য সরকার। বাংলায় এবার 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা।


উল্লেখ্য, অশান্তির আশঙ্কার কথা বলে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছিল সরকার। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সম্প্রতি  শুভাপ্রসন্ন জানিয়েছেন, 'সুপ্রিম কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে, সেটা খারিজ করে দেয়।এবং এটা নিষেধাজ্ঞা তুলে নেওয়াতে আমার মনে হয়েছে, সেটা ভাল। এটাই আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম।তবে আমি সামান্য নাগরিক হিসেবে, যেটা চেয়েছি, সেটা একজন প্রশাসক, হয়তো কোনও শঙ্কা করেছিলেন। আশা করি সেই শঙ্কাটা দূরীভূত হবে। এবং এনিয়ে আর কোনও দ্বিধা থাকবে না।'


প্রসঙ্গত, ছবি মুক্তির পর সারা দেশ সাফল্য সঙ্গে এগিয়ে চললেও, বাংলায় নিষিদ্ধ ছিল এতদিন 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story Banned)।  সম্প্রতি সাংবাদিক বৈঠকে 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। কেরলে সিপিএম সরকার চুপ কেন? বিজেপির সঙ্গে যোগসাজশ আছে। বিরোধী দলকে বুলডোজ করার অধিকার কে দিয়েছে? শাসক দলের শান্তি বজায় রাখাই কর্তব্য। কিন্তু মণিপুরের শাসক দলই অশান্তি তৈরি করেছে। বাংলায় কখনও এই ধরনের ঘটনা ঘটবে না।'


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


এরপরেই ওই সাংবাদিক বৈঠকে 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অভিযোগ ছিল, ছবিটির ট্রেলরে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।