কলকাতা: কেরালায় 'দ্য কেরালা স্টোরি' দেখানোয় নিষেধাজ্ঞা। মে মাসের ৫ তারিখে মুক্তি পেয়েছে এই ছবি। সাংবাদিক কুরবান আলি (Qurban Ali) কেরালা হাইকোর্টকে এই ছবি নিষিদ্ধ হওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেই মামলার শুনানি হওয়ার কথা আগামীকাল।
কপিল সিব্বল এই মামলাটির আইনজীবী। চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud), পি এস নরসীমা (P S Narasimha), ও জে বি পারডিওয়ালার (J B Pardiwala) বেঞ্চে এই মামলার শুনানি হতে। আগামীকাল জানা যাবে এই মামলার রায়। আজ দুপুর ৩টের সময়, স্পেশাল বেঞ্চের একটি শুনানি হওয়ার পরেই আগামীকালের এই শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, এই ছবি মুক্তি রোধ করার আবেদনকে নাকচ করেছিল সুপ্রিম কোর্ট।
ছবির সাফল্যের কথা বলতে গেলে, বক্স অফিসে দুরন্ত গতিতে চলছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। খুব পরিষ্কার যে এত বিবিধ বিতর্ক কোনও নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি ছবির সাফল্যে। প্রথম সপ্তাহান্তের (first weekend) শেষেই ট্রেড অ্যানালিস্টরা (trade analyst) জানিয়েছিলেন, এই ব্যবসার ধারা বজায় থাকলে ক্রমেই ঊর্ধ্বমুখী ছবির ব্যবসা। দৃশ্যত হচ্ছেও তাই। এক সপ্তাহ পরেও অটল ছবির সাফল্য। যদিও দিনের হিসেব করলে সপ্তম ও অষ্টম দিনে ব্যবসার বিশেষ হেরফের হয়নি। তবে মনে করা হচ্ছে ১০০ কোটির গণ্ডি পার (100 Crore) হতে আর একদিনের অপেক্ষা।
বক্স অফিসে দুরন্ত গতিতে চলছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। খুব পরিষ্কার যে এত বিবিধ বিতর্ক কোনও নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি ছবির সাফল্যে। প্রথম সপ্তাহান্তের (first weekend) শেষেই ট্রেড অ্যানালিস্টরা (trade analyst) জানিয়েছিলেন, এই ব্যবসার ধারা বজায় থাকলে ক্রমেই ঊর্ধ্বমুখী ছবির ব্যবসা। দৃশ্যত হচ্ছেও তাই। এক সপ্তাহ পরেও অটল ছবির সাফল্য। যদিও দিনের হিসেব করলে সপ্তম ও অষ্টম দিনে ব্যবসার বিশেষ হেরফের হয়নি। তবে মনে করা হচ্ছে ১০০ কোটির গণ্ডি পার (100 Crore) হতে আর একদিনের অপেক্ষা।
আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার
আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম