কলকাতা: চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা একটি সামাজিক উপন্যাস। যুগে যুগে সাহিত্য়প্রেমী মানুষের কাছে সমাদৃত হয়ে এসেছে এই কাহিনি। এবার এই গল্পই উঠে আসতে চলেছে নাটকের মঞ্চে। "নির্মুখ" গ্রুপের প্রযোজনায় এই নাটকে মহেন্দ্রর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভঙ্কর মারিককে, ও বিনোদিনীর চরিত্রে দেখা মিলবে'রসগোল্লা' খ্য়াত অবন্তিকা বিশ্বাসের (Abantika Biswas)।
সাম্প্রতিক পাওয়া খবরে জানাযাচ্ছে, আগামী ৬মে যোগেশ মাইম আকাডেমিতে মঞ্চস্থ হচ্ছে এই নাটক।
আরও পড়ুন...
Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
পরিচালক পাভেলের (Pavel) ছবি 'রসগোল্লা'য় ক্ষীরোদমণির চরিত্রে অভিনয় করে অনেকদিন আগেই দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস (Abantika Biswas)। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছিলেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly) ও চৃর্ণী গঙ্গোপাধ্য়ায়ের ছেলে উজান গঙ্গোপাধ্য়ায়। এই ছবির হাত ধরেই হাত ধরেই বড়পর্দায় অভিষেক হয় অভিনেত্রীর। তবে শুধুমাত্র অভিনয়ই নয়, পরিচালনাতেও হাত পাকিয়েছেন অবন্তিকা। তাঁর পরিচালিত ‘ম্যাজিক’ ছবিটি মুক্তি পেয়েছে গতবছর মহালয়ায়।
প্রসঙ্গত, রবিঠাকুরের 'চোখের বালি' সিনেমার পর্দার ফুটিয়ে তুলেছিলেন প্রবাদপ্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষ (Rituporno Ghosh)। সেই ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মহেন্দ্র চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee) ও বিনোদবিহারীর চরিত্রে দেখা মিলেছিল টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury)। এছাড়া এই ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty), রাইমা সেনের (Raima Sen) মত অভিনেতারা।
এছাড়াও ১৯৩৮ সালে 'চোখের বালি' উপন্য়াসটি প্রথমবার পর্দায় এনেছিলেন পরিচালক সেতু সেন। এই ছবিতে অভিনয় করেছিলেন সুপ্রভা মুখোপাধ্যায়, ইন্দিরা রায়, শান্তিলতা ঘোষ, রমা বন্দ্যোপাধ্যায়, হরেন মুখোপাধ্যায়, ছবি বিশ্বাস, মনোরঞ্জন ভট্টচার্যসহ একাধিক অভিনেতারা।
ইতিহাস বলে, ক্লাসিক থিয়েটার মঞ্চে ১৯০৪ সালে তিন বার ও ১৯০৫ সালে দু-বার 'চোখের বালি' মঞ্চস্থ হয়। অমরেন্দ্রনাথ নিজে এই নাটকে নায়ক মহেন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন। শোনা যায়, প্রথমবার নাটকটি মঞ্চস্থ হয় গিরিশচন্দ্র ঘোষের পরিচালনায়। যদিও এনিয়ে মতানৈক্য রয়েছে।