নয়াদিল্লি: ২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। তারপর দীর্ঘ ১৭ মাসের অপেক্ষা, লড়াই। অবশেষে ঘরোয়া রঞ্জি মরসুম এবং তারপর চলতি আইপিএলে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে (Team India) ফিরে এলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার।
দীর্ঘ লড়াইয়ের পর জাতীয় দলে প্রত্যাবর্থন ঘটিয়ে খানিকটা আবেগপ্রবণ রাহানে। ফলাফলের তোয়াক্কা না করে নিজের প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে লড়াই চালিয়ে যাওয়ারই সুফল পেয়েছেন তিনি, দাবি রাহানের। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাতীয় দলে প্রত্যাবর্তনের লম্বা সংঘর্ষের কাহিনি ব্যাখা করতে গিয়ে রাহানে লেখেন, 'পেশাদার ক্রিকেটের হিসাবে আমার কেরিয়ারে আমি এটুকু শিখেছি যে সফরে চড়াই উতরাই থাকবেই। অনেক সময়ই পরিকল্পনামতো সবকিছু হবে না। তবে সেই সময়গুলিতে নিজের ফোকাস বজায় করে নির্ধারিত প্রক্রিয়ায় খেলা চালিয়ে যেতে হবে। এই সময়গুলিই আমায় সবচেয়ে বেশি শিখিয়েছে। মানুষ হিসাবে, ক্রিকেটার হিসাবে আমার উন্নতিতে সাহায্য করেছে। ফলাফলের আশা করে খেলার ধরন বদলালেই চাপে পড়তে হয়েছে। শুধুমাত্র ক্রিকেট নয়, যে কোনও ক্ষেত্রেই এই প্রক্রিয়াটা চালিয়ে যাওয়াটা জরুরি।'
আরও পড়ুন: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের
রাহানে আরও দাবি বলেন যে এই স্তরে প্রত্যাশা, চাপ থাকবেই, তবে সেই চাপের প্রভাব খেলাতে পড়লেই সমস্যা। 'বহু বছর ধরে প্রচারের আলোয় থাকতে থাকতে আমি একটা জিনিস জানি, যে অনেক সময় একটু বেশিই প্রত্যাশার চাপ থাকে। তবে এই চাপকে নত হয়ে গেলে চলবে না। যে জিনিসগুলি আমার নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলির দিকেই নজর দেওয়াটা জরুরি। সকলকে আমি এই একই উপদেশ দেব। আমাদের দক্ষতার ওপর আস্থা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। এটা করতে পারলে সাফল্য আসবেই, তবে ততদিন লড়াই চালিয়ে যেতে হবে।' জাতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াডে তাঁর নাম রয়েছে বটে, তবে ৮২ টেস্ট খেলা রাহানে একাদশে সুযোগ পাবেন কি না, এখন সেটাই দেখার। ৭ থেকে ১১ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: কোন ইনিংসটি জাতীয় দলে ধোনির জায়গা পাকা করেছিল? নিজেই জানালেন ক্যাপ্টেন কুল