কলকাতা: বলিউডের তিন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্টর ছবি 'জি লে জারা' নিয়ে উন্মাদনা চলছিলই। এবার সিনেপ্রেমীদের নিরাশ করে পরিচালক ফারহান আখতার জানালেন বিশেষ কিছু কারণে ফের পিছিয়ে যেতে চলেছে 'জি লে জারা'-র শ্য়ুটিং।


ফারহান আখতার জানিয়েছেন, প্রিয়ঙ্কা চোপড়া এইমুহূর্তের হলিউডে তাঁর বেশকিছু প্রোযেক্ট নিয়ে ব্য়স্ত। অন্য়দিকে, আলিয়া ভট্ট এখন 'রামায়ণ' ও 'বৈজু বাওরা' শ্য়ুটিং করছেন। ফলে  'জি লে জারা'-র জন্য় এখনই তাঁরা সময় দিতে পারছেন না।


প্রসঙ্গত, কিছুদিন আগে শোনাযাচ্ছিল, এই ছবির জন্য় রাজস্থানে লোকেশান খোঁজা শুরু করেছে ছবির টিম। নিজের ইনস্টাগ্রামে ফারহান একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছি তিনি একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। হ্যাশট্য়াগে লিখেছিলেন 'জি লে জারা'। এর থেকেই নেটাগরিকদের ধারণা হয়েছিল এখানেই হতে চলেছে ছবির শ্য়ুটিং।


প্রসঙ্গত, ২০২১শেই বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার তাঁর আগামী ছবি 'জি লে জারা'র (Jee Le Zara) ঘোষণা করেছিলেন। জানা গিয়েছিল, ফারহান আখতারের এই ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন বলিউডের তিন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্ট। কিন্তু মাঝে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে এসেছে কন্য সন্তান আসার পর, তাকে দেখাশোনা করার জন্য 'জি লে জারা' ছবি থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী। জানা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া ছবি থেকে সরে যাওয়ার পর তাঁর জায়গায় অন্য অভিনেত্রীর খোঁজও করেছিলেন ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিদওয়ানি।


আরও পড়ুন...


তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?


অন্যদিকে, গতবছর অগাস্টে ঝামেলায় জড়িয়েছিলেন ফারহান আখতার (Farhan Akhtar) ও রিতেশ সিধওয়ানির (Ritesh Sidhwani) এক্সেল এন্টারটেনমেন্ট (Excel Entertainment)। 'ফিল্ম স্টুডিওজ সেটিং অ্যান্ড অ্যালায়েড মজদুর ইউনিয়ন' (Film Studios Setting & Allied Mazdoor Union) সর্বসমক্ষে এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বেতন না দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল ফারহান আখতারের সংস্থার বিরুদ্ধে।


এফএসএসএএমইউ অভিযোগ এনেছিল 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর বিরুদ্ধে। 'মির্জাপুর ৩'-এর প্রোডাকশন ডিজাইনের টিমে কাজ করেছিলেন এমন প্রায় ৩০০ দিন মজুরকে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে। ইউনিয়নের দাবি ছিল, এই সংস্থা প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা বাকি রেখেছেন। ২০২২ সালের মে মাস থেকে কর্মীদের টাকা দিচ্ছে না তারা, অভিযোগ ছিল এমনটাই। বিখ্যাত এই ওয়েব সিরিজের সেটে প্রত্যেকদিন কাজ করা সত্ত্বেও একাধিক কর্মী টাকা পাচ্ছেন না বলে দাবি ছিল তাদের। যদিও প্রযোজনা সংস্থার তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছিল।