কলকাতা : অশুভ গ্রহ কেতুর স্থানান্তর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই বছর ২৬ শে জুন কেতুর স্থান পরিবর্তন হতে চলেছে, যা অনেক রাশির চিহ্নের জীবনে উথাল পাথাল আনবে। কয়েকটি রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে।

কেতু বর্তমানে স্বাতী নক্ষত্রে অবস্থান করছে। এই বছর ২৬ জুন সোমবার সন্ধেয় ৬.১৩ টায়, কেতু চিত্রা নক্ষত্রে পাড়ি দেবে। কেতুর গমনের কারণে ৪ টি রাশির জাতকদের শান্তি বিঘ্নিত হবে। 

কন্যা রাশি

কেতু যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করে তখন কন্যা রাশির জাতকদের অর্থের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। জমানো অর্থ নষ্ট হতে পারে। অযথা ব্যয় বাড়তে পারে। এই সময়ে, আপনার কথাবার্তায় সংযম রাখুন, অন্যথায় করা কাজ নষ্ট হয়ে যেতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশিতে কেতুর গমনের কারণে মিথুন রাশির জাতকদের প্রেম জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হবে। সন্তানের দিক থেকে সমস্যায় পড়তে হবে।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের উপর কেতুর গমন খারাপ প্রভাব ফেলতে পারে। রোগের শিকার হতে পারেন এই রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় বাড়তে পারে। 

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেতুর গমন অশুভ প্রমাণিত হবে। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। পরিবারে উত্তেজনা থাকবে। অর্থনৈতিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়বে। অর্থ ব্যয় বাঁচাতে মনোযোগ দিন। 

শুক্রবার কোন রাশির কেমন কাটবে দিন

মেষ- আঘাত লাগার আশঙ্কা।

বৃষ- অস্থির বুদ্ধি সমস্যা করবে। 

মিথুন- শ্বাসকষ্টের আশঙ্কা রয়েছে।

কর্কট- শত্রুভয় বাড়তে পারে।

সিংহ- কর্মস্থানে সুনাম বাড়বে। 

কন্যা- টাকাপয়সা চুরি হতে পারে।

তুলা- বিবাহযোগ দেখা যাচ্ছে।

বৃশ্চিক- কাজে উন্নতি আসবে।

ধনু- অপ্রিয় সত্য আঘাত হানতে পারে।

মকর- জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। কুম্ভ- পরিবারকে সময় দিন।

মীন- ভাল দিন কাটবে।                         ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)