নয়াদিল্লি:  শাহরুখ খান বর্তমানে বুদাপেস্টে তাঁর আসন্ন ছবি ‘দ্য রিং’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সেটা সকলেরই জানা। কিন্তু সম্প্রতি তাঁর টুইটার অ্যাকাউন্টে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে শাহরুখ নিজেই বলেছেন ঠান্ডা বুদাপেস্ট-এ তাঁর হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন তাঁর ‘ডেট’।

প্রসঙ্গত, শাহরুখের এখন সব সময়ের ছায়াসঙ্গী তাঁর ছেলে ছোট্ট আব্রাম। শ্যুটিংয়ের প্যাকআপের পর আব্রামকে নিয়েই ব্যস্ত থাকেন শাহরুখ। কিন্তু ছোট্ট মানুষ ক্লান্ত হয় বুদাপেস্ট-এর নাইট ক্লাবের বাইরেই শাহরুখের হাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সেই স্নেহঘন মুহূর্তের ছবি পোস্ট করেই কিং খান ক্যাপশন দিয়েছেন বুদাপেস্ট-এর ঠান্ডায়, নাইট ক্লাবের বাইরে ঘুমিয়ে পড়ল আমার ‘ডেট’।