কলকাতা: নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। আগামী ১১ অগাস্ট থেকে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকে। সম্প্রতি মুক্তি পেল এই সিরিজের নতুন গান 'আসবে বলে'।
‘নিখোঁজ’-এর মিউজিক অ্যালবামের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব জগতে পা রাখলেন রূপম ইসলাম।
হইচই-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে রূপম ইসলাম বলেন, “অয়ন চক্রবর্তীর সঙ্গে কাজ করা সবসময়ই ভাল। আমাদের একটি খুব ভাল বোঝাপড়া আছে এবং এটি সবসময় আমাদের সাহায্য করে। এই সময় কোন পার্থক্য ছিল না। অয়ন যখন স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে এসেছিল, আমি জানতাম সে ঠিক কী চায়। আমার কাছে মিউজিক ডিরেকশন মানে শুধু গান তৈরি করা নয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক করাও। আমি সর্বদা বিজিএম দিয়ে শুরু করি এবং তারপরে গানগুলিতে চলে যাই। এবারও আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড স্কোর ধারনা করেছিলাম ও মূল থিমের উপর ভিত্তি করে টাইটেল গানটি তৈরি করেছি। এই সিরিজটিতে দুটি গান রয়েছে, একটি আমি বিশেষভাবে এই ওয়েব সিরিজের জন্য রচনা করেছি যখন অন্যটি কয়েক বছর আগে লেখা এবং সুর করা হয়েছিল কিন্তু এখানে পুরোপুরি ফিট করা হয়েছে। আমি এই ওয়েব সিরিজের জন্য কাজ করতে পছন্দ করেছি, এবং আমি আশা করি শ্রোতারা কেবল গানগুলিই নয়, বিজিএমকেও প্রশংসা করবে। অয়ন এবং আমাকে আবার একসঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি হইচইকে ধন্যবাদ জানাতে চাই।”
আরও পড়ুন...
জলখাবারে ফল খাওয়া কতটা উপকারি? কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন?
কদিন আগে এই ওয়েব সিরিজের পোস্টার শেয়ার করা হয়েছিল 'হইচই টিভি'র অফিসিয়াল হ্যান্ডলে। ক্যাপশনে লেখা হয়, 'কী হয় যখন রহস্য হয়ে ওঠে পার্সোনাল? এক মায়ের নিজের মেয়েকে খোঁজার পালা শুরু হতে চলেছে খুব শিগগিরি।'
এই সিরিজে অফিসারের চরিত্রের সঙ্গে স্বস্তিকাকে দেখা যাবে মায়ের চরিত্রেও। তাঁর মেয়েকে খোঁজার লড়াইয়ের গল্প বলবে 'নিখোঁজ'।
সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ারের পর অনুরাগীদের উত্তেজনা নজরে পড়ে কমেন্ট বক্সে। এক অনুরাগী লেখেন, 'আপনাকে নতুন চরিত্রে দেখতে অত্যন্ত আগ্রহী। শুভেচ্ছা।' অপর একজন লেখেন, 'আরও এক দুর্দান্ত কাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়'। অপর একজন লেখেন, 'স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়ের জন্য অপেক্ষায়। যাই হোক... সবসময়েই আলাদা। ওঁর অভিনয় এবং সংলাপ বলা অত্যন্ত ভাল লাগে। অবশেষে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন