মুম্বই: মন্দির-মসজিদ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। সেই বিতর্কের আগুনে এবার কার্যত ঘি ঢাললেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। নিজের ছবি ‘The Taj Story’-র মোশন পোস্টার প্রকাশ করেছেন তিনি, যাতে তাজমহলের গম্বুজের নীচ থেকে ভগবান শিবের মূর্তি উঠে আসতে দেখা গিয়েছে। ওই পোস্টার সামনে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, পরেশ আসলে হিন্দুত্ববাদীদের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন। (The Taj Story)
সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘The Taj Story’-র মোশন পোস্টার প্রকাশ করেন পরেশ। তিনি লেখেন, ‘যা কিছু শিখেছেন, তা যদি মিথ্যে হয়’? পরেশ আরও লেখেন, ‘সৌধটিকে চেনেন, কিন্তু তার কাহিনি জানেন কি? পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্চর্যের আড়ালে ঢাকা পড়ে যাওয়া সত্য়ের উদঘাটন হতে চলেছে’। (Paresh Rawal)
ওই মোশন পোস্টার সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কারণ গত কয়েক বছরে মন্দির-মসজিদ নিয়ে যত বিতর্ক মাথাচাড়ি দিয়েছে, তার মধ্যে তাজমহলের নামও উঠে এসেছে। হিন্দুত্ববাদীদের একাংশের দাবি, তাজমহল আসলে মুঘল সম্রাট শাহজাহান নির্মিত কোনও সৌধ নয়। বরং ওই স্থানে ‘তেজো মহালয়া’ নামের একটি প্রাচীন শিবমন্দির ছিল। জয়পুরের মহারাজার থেকে সেটি কেড়ে নিয়ে সৌধ গড়ে তোলা হয়। তাই তাজমহলকে কোনও সমাধিস্থল হিসেবে নয়, মন্দির হিসেবে দেখা উচিত বলে মত হিন্দুত্ববাদীদের একাংশের।
‘The Taj Story’ ছবিতে পরেশ ওই তত্ত্বকেই প্রতিষ্ঠা করতে চাইছেন বলে অভিযোগ নেটিজেনদের। একজন লেখেন, ‘এটা কি রসিকতা? ভারতীয় চলচ্চিত্রের একজন জোকার দেখাচ্ছেন তাজমহল থেকে শিবের মূর্তি উঠে আসছে। যে দেশ নিজেকে চতুর্থ বৃহত্তম অর্থনীতি বলে দাবি করে, তারা এত প্রোপাগান্ডা এবং কল্পকথা ডুবে জেনে লজ্জা হচ্ছে’। আর একজন লেখেন, ‘দেশ যেদিকে এগোচ্ছে, তা দেখে আমি অত্যন্ত উদ্বিগ্ন। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য হিন্দু ও মুসলিমদের মধ্যে যেভাবে বিভাজন তৈরি করা হচ্ছে, তা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এটি উন্নয়ন নয়, পশ্চাদগমন’।
বিতর্কের মুখে পড়ে X থেকে নিজের পোস্টটি মুছে দেন পরেশ। পরিবর্তে ছবির নির্মাতাদের একটি বার্তা পোস্ট করেন, যাতে লেখা রয়েছে, ‘The Taj Story-র নির্মাতারা পরিষ্কার জানাচ্ছে, এই ছবির সঙ্গে কোনও ধর্মীয় সংযোগ নেই, এই ছবি এমন দাবিও করছে না যে, তাজমহলের মধ্যে শিবমন্দির রয়েছে। এই ছবি ঐতিহাসিক তথ্যনির্ভর। সকলকে অনুরোধ, ছবিটি দেখে তার পর নিজেদের মতামত জানাবেন’। কিন্তু তাতেই বিতর্ক থামছে না। কারণ ছবির পরিচালক যিনি, সেই তুষার অমরিশ গোয়েলকে নিয়েও বিতর্ক রয়েছে। ২০১৭ সালে ‘মোদি কাকা কা গাঁও’ নামের একটি ছবি তৈরি করেন তিনি, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহিমা কীর্তনের অভিযোগ ওঠে। ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘The Taj Story’.