কলকাতা: আসছে অংশুমান বন্দ্যোপাধ্যায় (Angsuman Banerji) পরিচালিত ও ওসেনিক মিডিয়া সলিউশন, কলাবতী প্রোডাকশন, এবং কোয়ান্টাম অ্যান্ড শেডস প্রযোজিত মিনি ওয়েব সিরিজ 'লার্জ পেগ' (Large Peg)। প্রকাশ্যে সিরিজের ট্রেলার। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Banerjee) ও সায়ন্তনী গুহঠাকুরতাকে (Sayantani Guhathakurta)।


'লার্জ পেগ' ছবির ট্রেলার প্রকাশ্যে


অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'লার্জ পেগ' একটি মিনি ওয়েব সিরিজ। তিনটি এপিসোডের এই সিরিজের ট্রেলার প্রকাশিত হল সম্প্রতি। হাজির ছিলেন সিরিজের কলাকুশলী থেকে পরিচালক সকলেই। এই সিরিজে সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, শ্রীতম দের মতো পরিচিত মুখের সঙ্গে দেখা যাবে পায়েল রায়, সারা এম. নাথ সহ আরও অনেক নতুন মুখেদের। 


এই ওয়েব সিরিজের কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন সৈকত ঘোষ ও প্রত্যুষা সরকার। সঙ্গীত তৈরির দায়িত্ব সামলেছেন শমীক কুণ্ডু এবং চিত্রগ্রহণে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।  


এই ওয়েব সিরিজটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এই ওয়েব ধারাবাহিকের মধ্যে দিয়ে ধরা পড়েছে একজন লেখকের জীবনে ঘটে যাওয়া একাধিক ঘটনা। তাঁর জীবনে একাধিক নারীর আনাগোনা, এবং তাঁদের প্রভাবে তৈরি হওয়া রহস্য ― এই নিয়েই 'লার্জ পেগ' ওয়েব ধারাবাহিকটি মূলত আবর্তিত। ওয়েব সিরিজটি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে নামকরা জাতীয় ওটিটি প্ল্যাটফর্মে। 


 



কী বলছেন কলাকুশলীরা?


সিরিজে লেখকের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, 'এই "লার্জ পেগ" নামটা রূপক অর্থে ব্যবহৃত। আমার চরিত্রটা লার্জার দ্যান লাইফ। আমার চরিত্র একজন লেখকের। তাঁর সৃষ্টি করা চরিত্রগুলো দেখা করতে আসে। যা বাস্তব নয়। একটা পরাবাস্তব ব্যাপার রয়েছে। এবং এই চরিত্রগুলোর সঙ্গে লেখকের কথোপকথনের মাধ্যমে একটা উপন্যাস নির্দিষ্ট পরিণতি নেয়। এবার প্রশ্ন যে লেখকই তাঁর চরিত্রের পরিণতি ঠিক করে দিচ্ছে না চরিত্ররা নিজেরাই সেটা করছে।'


পরিচালকের কথায়, 'এই সিরিজটি একজন মানুষের রিয়েল সেল্ফ থেকে আইডিয়াল সেল্ফের সফরের গল্প। একটা মানুষের সাইকো-সেক্সুয়াল রিলেশনশিপ ও ইগো-অল্টার ইগোর লড়াইও উঠে আসবে এই সিরিজে।'


আরও পড়ুন: Ankita Chakraborty Marriage: বিয়ের নানা অদেখা ছবি ও ভিডিও প্রকাশ্যে আনলেন অঙ্কিতা চক্রবর্তী


লেখকের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে। 'লেখকের স্ত্রীয়ের সঙ্গে লেখকের সম্পর্কের গল্পও ধরা পড়েছে এই সিরিজে। তাঁদের মধ্যে ভালবাসা থাকলেও কোথাও গিয়ে স্ত্রীয়ের প্রতি মনোযোগ কম হওয়ায় বিরক্তিও রয়েছে সম্পর্কে।'