মুম্বই:  নতুন বছরটি অভিনেতা হৃত্বিক রোশনের শুরুই হল দারুন একটা সুখবর দিয়ে। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসম তারকার শিরোপাটি ছিনিয়ে নিলেন হৃত্বিক। পিছনে ফেলে দিলেন রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানের মতো তারকাদের।

এই তালিকায় যে সমস্ত তারকারা দশ জনের মধ্যে স্থান পেয়েছেন, তাঁদের বিচার করা হয়েছে লুক, বক্স অফিস কালেকশন, সারা দুনিয়ায় তাঁর ভক্ত সংখ্যা এবং সেই তারকার হাতে থাকা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট বিচার করে। অতীতে হৃত্বিক সেক্সিস্ট এশিয়ান ম্যান, হটেস্ট ম্যান ওন প্ল্যানেট সহ একাধিক শিরোপা জিতেছেন। এবার তাঁর মুকুটে জুড়ল আরও একটি পালক। হৃত্বিককে বলিউডের গ্রিক গডও বলা হয়। তাঁর লুকের জন্যে সবসময়ই চর্চায় থেকেছেন হৃত্বিক।

এদিকে সম্প্রতি নিজের ৪৪ তম জন্মদিন পালন করেন বলিউডের এই হ্যান্ডসম হাঙ্ক। সেদিনই তাঁর বাবা ভক্তদের কাছে ঘোষণা করেন ক্রিশ-৪-এর মুক্তির দিন। এদিকে এইমুহূর্তে হৃত্বিক ব্যস্ত রয়েছেন তাঁর প্রথম বায়োপিক সুপার-৩০-র কাজ নিয়ে। ছবিটি গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে।

এছাড়া এই সেরার তালিকায় রয়েছেনও আরও এক বলিউড অভিনেতা। তিনি হলেন সলমন খান। সলমন রয়েছেন পঞ্চম স্থানে।