মুম্বই: এ দেশে সকলে ফর্সা রঙের জন্য পাগল। বালা ছবিতে নিজের চরিত্রের মাধ্যমে ফর্সা মানেই সুন্দর- এই আদ্যিকালের ধারণা চ্যালেঞ্জ করতে চান তিনি। বললেন ভূমি পেডনেকর।

বালা-র গল্প এগিয়েছে অল্প বয়সে টাক পড়ে যাওয়ার সমস্যা নিয়ে। ছবিতে ভূমি একটি কালো রঙের মেয়ের ভূমিকায় রয়েছেন। তিনি বলেছেন, মানুষের ফর্সা রঙের প্রতি অর্থহীন খ্যাপামি রয়েছে। একজন শিল্পী হিসেবে তিনি মনে করেন, তাঁর কথা লোকে শুনবে। মানুষের কাছে পৌঁছনোর মাধ্যম হিসেবে সিনেমাই সব থেকে ভাল রাস্তা, তাই এই মাধ্যম দিয়ে তিনি গায়ের রঙ নিয়েএই মাতামাতির বিরুদ্ধে বার্তা দিতে চান। এভাবেই সমাজের প্রতি নিজের অবদান রাখতে চান ভূমি।

তিনি আরও বলেছেন, তাঁর শেষ ছবি সান্ড কি আঁখ-ও একেবারে তাই, শক্তিশালী নারীবাদী ছবি। এই ছবি সমতা, দুই লিঙ্গের সমান সুযোগ পাওয়ার কথা বলে। তিনি সমাজকর্মী নন, শুধু এমন একজন যিনি সমস্যার ব্যাপারে অবগত, তার সমাধান খুঁজতে আগ্রহী।

বালা ছবির নায়ক আয়ুষ্মান খুরানা। ভূমি ছাড়াও অন্য নায়িকা ইয়ামি গৌতম। পরিচালনা করছেন অমর কৌশিক।