দিল্লি পুলিশ জানিয়েছে, রাত ১টা নাগাদ তারা একটি ফোন পায়, এরপর খোঁজ মেলে ব্যাগটির। কালো রংয়ের ব্যাগটি পড়ে ছিল বিমানবন্দরের টার্মিনাল ৩-র ২ নম্বর অ্যারাইভাল গেটে। প্রথম সেটি দেখতে পান এক সিআইএসএফ কনস্টেবল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বম্ব ডিটেকশন ও ডিসপোজাল টিম, আসে ডগ স্কোয়াড। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় বিমানবন্দর জুড়ে। এক্সপ্লোসিভ ডিটেক্টর ও কুকুর দিয়ে ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে ব্যাগটি, প্রাথমিকভাবে সন্দেহ, তাতে আরডিএক্স রয়েছে।
২৪ ঘণ্টার জন্য বিস্ফোরকটি নজরদারিতে রাখা হয়েছে, তারপরেই তার প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট করে বলা যাবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এটি সাধারণ বিস্ফোরক হতে পারে, হতে পারে আইইডি-ও। ব্যাগ উদ্ধারের পর বেশ কয়েক ঘণ্টার জন্য যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়, টার্মিনাল ৩-র নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ।