মু্ম্বই: সাম্প্রতিক কালে বলিউডের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এসএস রাজামৌলির ছবি ‘বাহুবলী টু’। ছবির প্রশংসায় পঞ্চমুখ আট থেকে আশি। স্বাভাবিক ভাবেই এই ছবি যখন একের পর এক রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় ছবি হিসেব হাজার কোটির ক্লাবে ঢুকল, তখন স্বাভাবিকভাবেই তুলনা চলে আসে শাহরুখ-সলমন-আমিরের বিভিন্ন রেকর্ড সৃষ্টিকারী ছবিগুলোর সঙ্গে।
এদিকে আমির খানের ছবি ‘দঙ্গল’ও চিনে মুক্তি পেয়েছে দিন কয়েক আগে। ভেঙেছে বহু রেকর্ড। ‘বাহুবলী-২’ যখন সারা দুনিয়া থেকে ১,৫৬৫ কোটি টাকা আয় করেছে, সেখানে ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশনও ‘বাহুবলী-২’র ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে। ১,৫০০ কোটি আয় আমিরের ‘দঙ্গল’-এর।
দুটি ছবির এই হাড্ডাহাড্ডি লড়াই প্রসঙ্গে আমিরের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার কি মনে হয় ‘দঙ্গল’ ছাপিয়ে যাবে ‘বাহুবলী টু’ কে? উত্তরে আমিরের জবাব, এই দুটি ছবির কোনও তুলনাই চলে না। দুটি ছবিই নিজের নিজের ক্ষেত্রে ভাল।
যদিও রাজামৌলির ‘বাহুবলী-২’ এখনও দেখে উঠতে পারেননি আমির, তবে তাঁর ধারণা দুটি ছবিই নিজের জায়গা থেকে অনবদ্য, অসাধারণ।
‘দঙ্গল’ ‘বাহুবলী টু’কে টপকাতে পারবে? আমিরের জবাব, কোনও তুলনাই চলে না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2017 03:36 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -