লস অ্যাঞ্জেলস: ইন্দো-মার্কিন ‘হট’ যোগ প্রতিষ্ঠাতা বিক্রম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আমেরিকার এক আদালত।
গত বছর এক যৌন নিগ্রহ মামলায় আদালত তাঁকে ৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে নির্দেশ দেয়। বিক্রম সেই টাকা জমা দেননি, বরং দাবি করেন, তিনি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছেন, জরিমানা দেওয়া সম্ভব নয়।
ইতিমধ্যে আমেরিকাও ছেড়েছেন তিনি। মার্কিন প্রশাসন মনে করছে, ৬৯ বছর বয়স্ক এই কোটি কোটিপতি সম্ভবত নিজের টাকাপয়সা লুকিয়ে ফেলে চম্পট দিয়েছেন। তবে যদি তিনি আমেরিকায় বা মেক্সিকোতেও ফিরে আসেন, তাঁকে গ্রেফতার করতে পারবে মার্কিন পুলিশ।
গত বছর জানুয়ারিতে আদালত সিদ্ধান্তে পৌঁছয়, বাঙালি এই যোগগুরু তাঁর আইনজীবী মীনাক্ষী জাফা-বড্ডেনকে যৌন নিগ্রহ করে অন্যায়ভাবে তাঁকে বরখাস্ত করেছেন। তাঁকে শাস্তি হিসেবে সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার দিতে নির্দেশ দেওয়া হয়, একইসঙ্গে বলা হয় ক্ষতিপূরণ সহ ৯,২৪,০০০ ডলার দিতে।
মীনাক্ষী জাফা-বড্ডেন ভারতে বিক্রমের যোগ কলেজের জেনারেল কাউন্সেল ছিলেন। বিক্রমের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে অস্বীকার করায় তাঁকে বরখাস্ত করা হয় কাজ থেকে। মীনাক্ষী জানিয়েছেন, বিক্রম তাঁকেও বারবার যৌন নিগ্রহ করেন, বাধ্য করেন মেয়েদের সম্পর্কে অপমানজনক মন্তব্য শুনতে। যদিও বিক্রম বারবার অস্বীকার করেন সব অভিযোগ।
আমেরিকায় যোগকে জনপ্রিয় করার পিছনে বিক্রম চৌধুরীর বিরাট হাত রয়েছে। তাঁর ছাত্রছাত্রীদের মধ্যে ছিলেন ম্যাডোনা, অ্যান্ডি মারে, গেনেথ প্যালট্রো প্রমুখ। ৭০-এর দশকে বেভারলি হিলসে নিজের প্রতিষ্ঠান তৈরি করেন তিনি। তাঁর ‘বিক্রম যোগা’ এখন গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে।
‘হট’ যোগ প্রতিষ্ঠাতা বিক্রম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2017 02:04 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -