মুম্বই:  ভারতের একদিন ও টি-২০ দলের অধিনায়ক পদ থেকে আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন মহেন্দ্র সিংহ ধোনি।তাঁর এই সিদ্ধান্তের পর বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ রিল লাইফের ধোনি। 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-র অভিনেতা বলিউড তারকা সুশান্ত সিংহর কথায় ক্যাপ্টেন কুল একেবারেই অন্য ধরনের।  ৩০ বছরের সিনেমা তারকার ট্যুইট, ‘তোমার মতো কেউ নেই। লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়েছ। তোমাকে অভিবাদন আমার ক্যাপ্টেন’। সুশান্ত সিংহ রাজপুত ছাড়াও অনুপম খের, ইরফান খান এবং রণদীপ হুদার মতো বলিউড তারকা ভারতকে গর্বিত করার জন্য ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন। ইরফানের ট্যুইট, ‘অসাধারণ ক্যাপ্টেন ধোনি! প্রায় একার হাতে বিশ্বকাপ জেতানোর জন্য চিরদিন তোমায় মনে রাখব’।