কলকাতা: শনিবার সকালে আটক করার পর বিকেলে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। ইতিমধ্যেই তাঁর বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা কার্যত ট্র্যাঙ্ক নিয়ে বের করা হয়েছে টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ট্রাকে করে তা নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা। কলকাতায় ৩টি নেল আর্ট পার্লারের মালিক অর্পিতা। 


কোন কোন ছবিতে অভিনয় করেন অর্পিতা?


নিজেকে মডেল ও অভিনেত্রী বলে পরিচয় দেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর মা-ও সম্প্রতি জানিয়েছেন যে, মেয়ে মডেলিং করেন, অভিনয় করেন। অর্পিতা আর কী কী করেন, সে সম্পর্কে তাঁর জানা নেই বলেই তিনি দাবি করেন। কোন কোন বাংলা ছবিতে দেখা গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। জানা যায়, ২০০৮ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি 'পার্টনার'-এ (Partner) অভিনয় করেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন টলিউডের দুই নামকরা তারকা জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিচালক শঙ্কর রায়ের এটি একটি প্রেমের ছবি। এই ছবিতে তাঁকে প্রথমে জিৎ-এর প্রেমিকা হিসেবে দেখানো হয়। 'পার্টনার' ছাড়াও আরও একটি বাংলা ছবিতে অভিনয় করেন অর্পিতা। ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রঞ্জিত মল্লিক অভিনীত 'মামা ভাগ্নে' (Mama Bhagne)। এই ছবিতে অনন্যা চট্টোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে।


আরও পড়ুন - Deepesh Bhan Demise: কী কারণে মৃত্যু দীপেশের? কী বলছেন 'ভাবিজি...' ধারাবাহিকের অভিনেতা আসিফ


উল্লেখ্য, বেলঘরিয়ার অভিজাত আবাসনে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফুটের ২টি ফ্ল্যাট এবং বেলঘরিয়া দেওয়ান পাড়ায় পৈতৃক বাড়ি রয়েছে। রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট। একটি ব্লক টু-য়ে, আরেকটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসতেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় পৈতৃক বাড়িতে থাকেন অর্পিতার মা।