মুম্বই: আজ জন্মদিন বলিউডের কিংবদন্তি গীতিকার ও কাহিনীকার জাভেদ আখতারের (Javed Akhtar)। যে মানুষটা পাঁচটা জাতীয় পুরস্কার এবং ১৪টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিততে পারেন, তিনি ফিল্ম জগতের কত বড় কিংবদন্তি, তা বলার অপেক্ষা রাখে না। শুধু তো তিনি নন, তাঁর কেরিয়ারের প্রায় দেড় যুগ জুটি বেঁধে বলিউডে রাজত্ব করতেন দুজনে। সেলিম খান (Salim Khan) আর জাভেদ আখতার। মানুষের মনে গেঁথে গিয়েছিলেন সেলিম-জাভেদ জুটি হিসেবে। সেলিমের গল্প আর জাভেদের ডায়লগ। প্রতি শুক্রবার বলিউডের ছবি মানেই হল ফেটে পড়ত হাততালিতে। আজ জাভেদ আখতারের জন্মদিনে (Javed Akhtar Birthday) জেনে নিন অজানা সাত তথ্য।
১. জাভেদ আখতারের আসল নাম কি জানেন? জাদু। হ্যাঁ। এটাই তাঁর আসল নাম। তাঁর বাবার লেখা কবিতার একটি লাইন 'লমহা লমহা কিসি জাদু কা ফসানা হোগা' থেকেই জাভেদ আখতারের নাম রাখা হয় জাদু। আজও জাভেদ আখতারের কাছের মানুষেরা তাঁকে জাদু নামেই ডাকেন।
২. জাভেদ আখতারের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী হানি ইরানির দেখা হয়েছিল 'সীতা অউর গীতা' ছবির সেটে। দুজনেরই জন্মদিন একইদিনে। ১৭ জানুয়ারি দুজনেরই জন্মদিন।
৩. জাভেদ আখতার উর্দু কবি কাইফি আজমির সহকারী হিসেবে কাজ করতেন। সেই সূত্রে তাঁর কাইফি আজমির কন্যা শাবানা আজমির সঙ্গে সম্পর্ক তৈরি হয়। প্রথম স্ত্রী হানি ইরানিকে ডিভোর্স দিয়ে জাভেদ আখতার শাবানা আজমিকে বিয়ে করেন।
আরও পড়ুন - Birju Maharaj Facts: সত্যজিৎ রায় থেকে জ্যাকি চ্যান, কী যোগাযোগ বিরজু মহারাজের?
৪. ১৯৬৪ সালে মুম্বই এসেছিলেন জাভেদ আখতার। তখন না ছিল তাঁর মাথা গোঁজার ঠাঁই। না তিনি পেট ভরে খেতে পেতেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের জন্য স্ট্রাগল করা শুরু হয় তাঁর। সেই সময় তিনি গাছতলায় কিংবা অন্য কারও বাড়ির বারান্দায় শুয়ে রাতও কাটিয়েছেন। পরবর্তীতে তিনি কাজ পান কমল আমরোহি স্টুডিও যোগেশ্বরীতে।
৫. সেলিম খানের সঙ্গে জাভেদ আখতারের জুটিকে সকলে সেলিম-জাভেদ জুটি বলেই চেনেন। সেই সেলিম খান জাভেদ আখতারকে প্রথম দেখেন 'সরহদি লুটেরা' ছবির শ্যুটিংয়ে। সেখানে অভিনেতা ছিলেন সেলিম খান আর জাভেদ আখতার স্পট বয়ের কাজ করছিলেন। এরপর দুজনে জুটি বেঁধে ছবি লেখা শুরু করেন। মূলত সেলিম গল্প লিখতেন আর জাভেদ ডায়লগ লিখতেন।
৬. ১৯৮২ সালে সেলিম-জাভেদ জুটি ভেঙে যায়। সংবাদমাধ্যম মনে করে ইগোর জন্যই ভেঙে গিয়েছিল এই জনপ্রিয় জুটি। সেলিম-জাভেদ মোট ২৪টি ছবি লিখেছিলেন। তাঁর ২০টি সুপারহিট হয়েছিল। যার মধ্যে ছিল দুটি তেলুগু ও একটি কন্নড় ছবি।
৭. ১৪বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাভেদ আখতার। যার সাতবার জিতেছেন চিত্রনাট্যকার হিসেবে। আর সাতবার জিতেছেন গীতিকার হিসেবে। জাতীয় পুরস্কার পেয়েছেন পাঁচ-পাঁচবার। ২০১৩তে তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তাঁর কবিতাগুচ্ছ 'লাভা'র জন্য।