নয়াদিল্লি: মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা অনুপম খের। সম্প্রতি একটি দুর্দান্ত ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'কেবল ভাবনার দ্বারা ভয়কে জয় করা যাবে না, কিন্তু কাজের মাধ্যমে সম্ভব। কখনও ভাবিনি যে আমিও দুটো পর্বতের মাঝের নদীর ওপরের দড়ির সেতু ধরে হাঁটব। কিন্তু আমি সেটা রীতিমতো করেছি এবং সেতু ক্রসও করেছি। জয় হো!'


 






ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকায় নদীর ওপরের দড়ির তৈরি সেতু পার হচ্ছেন বর্ষীয়ান বলি তারকা অনুপম খের। ক্যাপশনে লিখেছেন, 'যা খুশি হতে পারে'। একইসঙ্গে সাহস ও চেষ্টা করার পাঠ পড়ালেন তিনি।


অন্যদিকে কিছুদিন আগে তিনি আরও একটি ভিডিও পোস্ট করেন। নিজের সাহসের পরিচয় ঠিক কখন পাওয়া যায়? যখন নিজেরাই নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলি। এমনটাই মত বলিউড অভিনেতা অনুপম খেরের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি ভিডিও।


ভিডিওয় দেখা যাচ্ছিল যে, বেশ খাড়াই সিঁড়ি বেয়ে উঠছেন অভিনেতা। সেই সঙ্গে বলছিলেন রাস্তা বেশ কঠিন, অনেক উঁচু, উঠতে কষ্ট হলেও সাধারণ মানুষ প্রত্যেকদিন জীবিকা অর্জনের জন্য এতটা রাস্তা অতিক্রম করেন, কষ্ট করেন। 


ভিডিওটি পোস্ট করে বেশ অনুপ্রেরণামূলক একটি ক্যাপশনও লেখেন অভিনেতা। তিনি লেখেন, 'সাধারণত নিজের সাহসের আন্দাজ তখনই করা যায় যখন আমরা নিজেদের মুশকিল অবস্থায় ফেলি। সূরজ বরজাতিয়ার 'উঁচাই' ছবির নেপালে শ্যুটিং থেকে উপলব্ধি করলাম যে একটু হাসতে হাসতে কাজ করলে রাস্তা মসৃণ হয়। মুখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। কিন্তু উদ্দেশ্য জোরদার। জয় হো!'


আরও পড়ুন: Suhana Khan Throwback Pic: আরিয়ানের জামিন মঞ্জুরের পর প্রথম ছবি পোস্ট বোন সুহানা খানের


আরও পড়ুন: Aryan Case Granted Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পরই কী করল ছোট্ট ভাই আব্রাম?