সম্পর্ক এতটাই তিক্ত হল যে এরপর থেকে সঞ্জয়-মাধুরী একে অপরের সঙ্গে কখনও কথাই বলেননি, একসঙ্গে কাজও করেননি। এমনকি কোনও সাক্ষাতকারে একে অপরের প্রসঙ্গে কোনও মন্তব্যও করেননি।
তবে হালে নিজের ছবি 'সাহেব বিবি অউর গ্যাংস্টারের' প্রচারে গিয়ে মাধুরী সম্পর্কে মুখ খোলেন সঞ্জয়। সেখানেই মাধুরীর রূপের উচ্ছ্বসিত প্রশংসা করে পুরনো দিনের একটি গল্প শোনান সকলকে। সেসময় 'তামা তামা'' গানের শ্যুটিং হবে। সঞ্জয়ের স্বীকারোক্তি, তিনি খুব একটা ভাল নাচতে পারেন না। কিন্তু যেদিন শুনলেন, মাধুরীর সঙ্গে নাচতে হবে, সেদিন থেকে প্রায় মাসখানেক শুধু নাচের রিহার্সাল করেছিলেন। সঞ্জয়ের স্বীকারোক্তি আজও তিনি মাধুরীর মহিমায় দিওয়ানা।