মুম্বই: সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ট্র্যাপড-এ উচ্চ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় ক্ষমতা। এই ছবির জন্য স্রেফ দিনে একটা গাজর আর ব্ল্যাক কফি খেয়ে নাকি থাকতেন তিনি। আর এবার আগামী চরিত্রের জন্য মাথার আধখানা কামিয়ে ফেলতে চলেছেন রাজকুমার রাও। একতা কপূরের প্রযোজনায় একটি ওয়েব সিরিজে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। ওই সিরিজের পরিচালনা করবেন হনসল মেহতা।


শ্যুটিং হবে কলকাতা, ইউরোপে, আরও নানা জায়গায়। রাজকুমার জানিয়েছেন, একজন অভিনেতা হিসেবে তাঁর কাজ হল নানা চরিত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা করা ও ক্যামেরার সামনে যত বেশি সম্ভব চরিত্র সৃষ্টি করা।

১০ মে থেকে শ্যুটিং শুরু করতে চলেছেন রাজকুমার। এ জন্য মাথা তো কামাতে হবেই, চশমাও পরতে হবে তাঁকে।



তবে হাতে তো ছবিও রয়েছে, তার মধ্যে এই ওয়েব সিরিজের জন্য সময় বার করতে অসুবিধে হবে না? রাজকুমারের জবাব, এটা চ্যালেঞ্জ ঠিকই তবে তিনি যেহেতু একবারে একটা ছবিই করেন, তাই খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

রাজকুমার জানিয়েছেন, পরচুলা পরে অভিনয় করায় বিশ্বাস করেন না তিনি। তাই নেতাজির লুক পেতে আধখানা মাথা কামানোর সিদ্ধান্ত।

তাঁর কথায়, নেতাজির চরিত্রের নানা অকথিত দিক আছে। সেই দিকগুলো এই সিরিজের মাধ্যমে তুলে ধরবেন তাঁরা।