মুম্বই: বলিউডের বর্তমানে অন্যতম সেরা অভিনেতাদের এখন একজন তিনি। এছাড়া তাঁর উপস্থিত বুদ্ধি, হাসি, কৌতুকবোধও যথেষ্ট প্রশংসনীয়। তাঁর এনার্জি লেভেলও অসাধারণ। সেই রণবীর সিংহ চান তাঁর বায়োপিক যদি তৈরি হয়, তাহলে তার নাম হতে হবে ‘সেক্স গড’।



রণবীর মূলত, খোলামেলা, সোজাসাপটা কথা বলার জন্যে জনপ্রিয়। এইমুহূর্তে তিনি ‘পদ্মাবতী’র শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই ছবি সংক্রান্ত এক অনুষ্ঠানেই রণবীর তাঁর মনের এই সুপ্ত বাসনার কথা সকলকে জানান। তবে তার আগে তিনি বলেন, তিনি কখনওই তাঁর নিজের জীবনের সব সত্যি কথা প্রকাশ্যে বলবেন না। তবে তারপর নিজেই নিজের বায়োপিকের এই নামকরণটি করেন। এই নামকরণ থেকে কিছুটা আঁচ করে নেওয়াই যায় ব্যক্তি জীবনে কেমন মানুষ রণবীর!