মুম্বই: 'বিগ বস ১৬' (Bigg Boss 16) শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই প্রিয়ঙ্কা চাহার চৌধুরী (Priyanka Chahar Choudhary), শালিন ভানোত (Shalin Bhanot), অর্চনা গৌতম (Archana Gautam), শিব ঠাকরে (Shiv Thakare) কিংবা এমসি স্ট্যান (MC Stan), এই পাঁচ প্রতিযোগীর মধ্যে কোনও একজনের হাতে উঠবে বিজয়ীর ট্রফি। সম্প্রতি নেট দুনিয়ায় দাবি করা হচ্ছে যে, সদ্য হওয়া একটি টাস্কের মধ্যে দিয়েই খোদ 'বিগ বস' ইঙ্গিত দিলেন প্রতিযোগী কে হবেন।
'বিগ বস ১৬' জিতবেন কে? ইঙ্গিত খোদ 'বিগ বস'-এর-
'বিগ বস ১৬'র ঘরে টিকে থাকা এবং পাঁচ ফাইনালিস্টের মধ্যে থেকে কোনও একজনের হাতে উঠবে বিজয়ীর ট্রফি। প্রত্যেকের অনুরাগীরা নিজেদের পছন্দের প্রতিযোগীর হাতে ট্রফি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। নেট দুনিয়া জুড়ে বহু মানুষের দাবি বিজয়ী হবেন প্রিয়ঙ্কা চাহার চৌধুরী। কিন্তু সম্প্রতি যে ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, 'বিগ বস' নিজেই ইঙ্গিত দিয়েছেন বিজয়ী কে হবেন। সম্প্রতি একটি টাস্ক হয় প্রতিযোগীদের মধ্যে। বাইরে থেকে দর্শকেরা আসেন। আর প্রতিযোগীদের জন্য ঠিক করে দেওয়া চিহ্নে ভোট দেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রতিযোগী শিব ঠাকরের জন্য 'বিগ বস' যে চিহ্ন ঠিক করে দিয়েছিল তা একটি সাদা ঘোড়া। আশ্চর্যজনকভাবে চলতি সিজন 'বিগ বস'-এর ট্রফিটিও সাদা ঘোড়া। নেটিজেনদের দাবি, 'বিগ বস ২ মরাঠি' জয়ী শিব ঠাকরেই হতে চলেছেন 'বিগ বস ১৬'-এর বিজয়ী।
আরও পড়ুন - Raveena Tandon: 'কর্ণ আমাকে কখনও ক্ষমা করবে না'! কেন এমন বললেন রবিনা?
নেট দুনিয়ায় এই ছবি ভাইরাল হতেই শিব ঠাকরে ছাড়া অন্য চার প্রতিযোগীর অনুরাগীদের মধ্যে বেধেছে ঝামেলা। তাঁরা এই তথ্য মানতে নারাজ। আর শিব ঠাকরের অনুরাগীরা আরও বেশি করে ভোট দেওয়ার কথা জানাচ্ছেন।
প্রসঙ্গত, আগে জানা গিয়েছিল জানুয়ারি ২০২৩-এ শেষ হবে 'বিগ বস সিজন ১৬'। তবে, জনপ্রিয় এই রিয়েলিটি শো বাড়ানো হয় আরও কয়েকটা সপ্তাহ। সম্প্রতি 'বিগ বস ১৬'র সঞ্চালক হিসেবে 'উইকেন্ড কা ভার' এপিসোডে এসেছিলেন কর্ণ জোহর। তিনিই জানিয়ে দিলেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলেছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। গত কয়েকটা 'উইকেন্ড কা ভার' এপিসোডে সঞ্চালক হিসেবে দেখা যায়নি সলমন খানকে। তাঁর পরিবর্তে প্রথমে সঞ্চালনা করতে দেখা যায় ফারহা খানকে। আর শেষ এপিসোডে সঞ্চালনা করলেন কর্ণ জোহর। সূত্রের খবর, 'বিগ বস ১৬' গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালনা করবেন সলমন খান।