Rail Coach Factory Apprentice Recruitment 2023: রেলের কোচ ফ্যাক্টরি কাপুরথালায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই ক্ষেত্রে প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের RCF rcf.indianrailways.gov.in-এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
RCF Recruitment 2023: গুরুত্বপূর্ণ তারিখ ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৪ মার্চ। মোট ৫৫০টি পদে নিয়োগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
Rail Recruitment 2023: কত পদে কত নিয়োগ ?ফিটারের ২১৫টি, ওয়েল্ডারের ২৩০টি, মেশিনিস্টের ৫টি, পেইন্টারের ৫টি, ৫টি কার্পেন্টার, ৭৫টি ইলেকট্রিশিয়ানের ও ১৫টি এসি ও রেফ্রিজারেটর মেকানিকের পদে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।
Jobs In Rail: যোগ্যতার মানদণ্ডএই পদগুলিতে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Rail Recruitment 2023: চাকরিপ্রার্থীর বয়সসীমাবিজ্ঞপ্তি বলছে, এই পদগুলিতে আবেদন করতে চান এমন প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
Jobs In Rail: কীভাবে হবে নির্বাচন ?মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। যে ট্রেডে শিক্ষানবীশ নিয়োগ করতে হবে সেই ট্রেডে ম্যাট্রিকুলেশন + আইটিআই নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
Rail Recruitment 2023: আবেদন ফিনিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। নিয়োগের জন্য প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। প্রার্থীরা অনলাইন মোডে আবেদন ফি জমা দিতে পারবেন। আরও তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল সাইটে গিয়ে আরও তথ্য যাচাই করতে পারেন।
WBCADC Recruitment 2023: রাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ তৈরি হয়েছে।ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBCADC) সম্প্রতি এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই অনুযায়ী রাজ্যে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যে এই বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ০৭ মার্চ ২০২৩ রাখা হয়েছে।
এই চাকরি প্রক্রিয়ার মাধ্যমে ড্রাইভার, সাপোর্ট স্টাফ ছাড়াও অনেক পদে নিয়োগ হবে। প্রার্থীরা এখানে উল্লিখিত পদক্ষেপের মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।
WBCADC 2023: এখানে শূন্যপদের বিশদ বিবরণ রয়েছেপ্রোগ্রাম কো-অর্ডিনেটর- ০১টি পদসাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট- ০৪টি পদপ্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট - ২টি পদখামার ব্যবস্থাপক - ১ টি পদস্টেনোগ্রাফার- ১টি পদসহকারী - ২ টি পদচালক- ০১টি পদসাপোর্ট স্টাফ - ০২টি পদ
IAS Success Story: কমার্স নিয়ে পড়েছেন, প্ল্যান B-তে ভরসা রেখেই আজ সফল প্রশাসক
Education Loan Information:
Calculate Education Loan EMI