সচিনের সঙ্গে হঠাৎ দেখা হৃত্বিকের, তারপর কী করলেন অভিনেতা? সেই উচ্ছ্বাসে ফ্যানেদের কী উপহার দিতে চলেছেন বলিউড তারকা, জানেন?

Continues below advertisement
মুম্বই:  মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে যদি হঠাৎ দেখা হয়ে যায় আপনার, তাহলে কী করবেন আপনি? স্বাভাবিক ভাবেই যেকোনও সাধারণ মানুষ সেলফি তুলবেন, সেলফি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায়ে আপলোড করবেন, সই নেবেন। এক্ষেত্রে হৃত্বিক রোশনও ব্যতিক্রম নন। ক্রিকেটের অধীশ্বর সচিনের সঙ্গে দেখা হতে হৃত্বিকও আর পাঁচজন সাধারণ মানুষের মতো সেলফি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায়ে পোস্ট করেছেন।
এরপর হৃত্বিক লিখেছেন, সচিনের মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে দেখা হওয়া সত্যিই ভাগ্যের। এত অল্প বয়সে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছেছেন, সেটা সকলের কাছেই শিক্ষনীয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে হৃত্বিক লেখেন, মাস্টার ব্লাস্টারের সঙ্গে রোহন ভাটনগর। ‘কাবিল’ ছবির জন্যে তাঁকে শুভেচ্ছা জানানোয় ধন্যবাদ জানিয়েছেন হৃত্বিক। তবে সচিনকে দেখে উচ্ছসিত ভক্ত হৃত্বিক এবার তাঁর ফ্যানেদেরকেও তাঁর ছবির সাফল্যের জন্যে অভিনব কিছু উপহার দিতে চলেছেন। ‘কাবিল’-এর সাফল্যের পার্টিতে হৃত্বিকের ভক্তরাও আসতে পারবেন। তাঁদের জন্যও খোলা থাকবে হৃত্বিকের পার্টির দরজা। আর এই পার্টিতে আসার জন্যে ভক্তদের কী করতে হবে, সেবিষয়ে বিস্তারিত তথ্য অভিনেতা তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন।  
Continues below advertisement
Sponsored Links by Taboola