নয়াদিল্লি: বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবি মঙ্গলবার ২১ বছরে পা দিলেন। খুড়তুতো বোন সোনাম কপূর জাহ্নবিকে শক্ত মেয়ে বলে উল্লেখ করেছেন। দুবাইয়ে গত মাসে শ্রীদেবীর অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন তাঁর পরিবার ও সিনেমা মহল।
মাতৃহারা জাহ্নবি তাঁর ২১ তম জন্মদিন পালন করলেন একটি বৃদ্ধাবাসে গিয়ে। এর একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা গিয়েছে জাহ্নবিকে।



পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সদ্য মাতৃহারা জাহ্নবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোনাম জাহ্নবির একটি হাসি মুখের ছবি পোস্ট করে লিখেছেন, আমি জানি, তুমি একজন শক্ত মনের মেয়ে, যে আজ তরুণী। শুভ জন্মদিন, জান্নু।