কলকাতা:  বাচ্চাদের সিনেমা দেখার বিষয়টা খুব একটা পছন্দ করেন না তাঁ স্ত্রী। কিন্তু এক্ষেত্রে তার অন্য়থা হয়। দুই সন্তান মিশা এবং জেইনকে নিয়ে  'জব উই মেট' দেখতে যান স্বয়ং মীরা রাজপুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ জানান যে, মিশা ও জেইন জাব উই মেট দেখেছে। মীরা চেয়েছিল যে তারা গিয়ে এটি দেখুক। কারণ এটি পরিবারকে সঙ্গে নিয়ে দেখার মত একটি ছবি। তিনি আরও বলেন, প্রথমবার আমার অভিনয় করা এই ছবিটিই তারা দেখল। 


প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক ইমতিয়াজ আলির ছবি 'জব উই মেট' (Jab We Met)। 


উল্লেখ্য়, এবছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল একগুচ্ছ পুরনো জনপ্রিয় সিনেমা। তালিকায় ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge)-র মতো ছবিও। আর এইদিনেই ফের একবার মুক্তি পেয়েছিল শাহিদ কপূর (Shahid Kapoor) ও করিনা কপূর (Kareen Kapoor) অভিনীত ছবি জব উই মেট (Jab We Met)।


আরও পড়ুন...


Earphones: হেডফোন ব্যবহারের সময় এই বিষয়গুলি নজরে রাখছেন তো?


আর সেই ছবি যখন প্রেক্ষাগৃহে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা, তাঁদের মধ্যে চমক দিতে হাজির হয়েছিল খোদ শাহিদ। অনুরাগীরা ফেটে পড়লেন উচ্ছ্বাসে। প্রায় ১৬ বছরে শাহিদের চেহারা বদলেছে অনেকটা। সেই চকোলেট হিরো ইমেজ বদলে এসেছে 'রাফ অ্যান্ড টাফ' লুক। তবে অপরিবর্তিত রয়ে গিয়েছে মিষ্টি হাসিটা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দীপনা উচ্ছ্বাসের সেই ভিডিও নিজেই শেয়ার করে নিয়েছিলেন শাহিদ। তিনি এসে যেন একমুঠো নস্ট্যালজিয়া ছড়িয়ে দিয়েছিলেন সেই ছবির হাত ধরে, যে ছবি দেখে প্রেমের এক নতুন অর্থ পেয়েছিল তরুণ তরুণীরা।


আরও পড়ুন...


Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?


কিছুদিন অভিনেত্রী ভূমিকা চাওলা এই ছবি প্রসঙ্গে বলেন,  'একমাত্র আমার একটা সময়ই ভীষণ খারাপ লেগেছিল যখন আমার কাছে প্রথম 'জব উই মেট'-এ অভিনয়ের অফার এসেছিল এবং সেটাও আমার হাত থেকে বেরিয়ে যায়। ছবিটার নাম প্রথমে ছিল 'ট্রেন'। অভিনয় করার কথা ছিল আমার আর ববি দেওলের। কিন্তু তারপরে ববিকে বাদ দিয়ে ছবিতে আমার বিপরীতে অভিনয় করার কথা ছিল শাহিদের। এরপরে আমি বাদ চলে যাই। আমার জায়গায় অভিনয়ের কথা হয় আয়েশা টাকিয়ার (Ayesha Takia) সঙ্গে। অবশেষে ছবিটিতে অভিনয় করেছিলেন করিনা কপূর (Kareena Kapoor)।'