মুম্বই: ডিসেম্বরে বিয়ে করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। মধুচন্দ্রিমা সেরে আবার তাঁরা ফিরে গিয়েছেন নিজ নিজ কাজের বৃত্তে। বিরাট ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে, অনুষ্কার তাঁর আগামী ছবি পরী-র প্রমোশন নিয়ে দম ফেলার সময় নেই।

শোনা যাচ্ছে, বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইউনস ডে নাকি একসঙ্গে কাটাবেন তাঁরা। তাঁদের কী প্ল্যান জানা যায়নি, তবে অনুষ্কার বাবা মা প্রেম দিবসে অসাধারণ এক উপহার দিতে চলেছেন মেয়ে জামাইকে।

সব শ্বশুর শাশুড়ির মতই অনুষ্কার বাবা মাও নতুন জামাইয়ের গুণে মুগ্ধ। তাঁদের বিশ্বাস, বিরাটের মত ছেলে হয় না। কিছুদিন আগে তেজস্বিনী দিব্যা নায়েক নামে এক কবির বই উদ্বোধনী অনুষ্ঠানে যান তাঁরা। সেখানে ওই কবিকে দিয়ে সই করানো বইটি নিয়ে আসেন মেয়ে জামাইয়ের জন্য। বইটিতে শুধু প্রেমের কবিতা রয়েছে। তাঁদের আশা, প্রেম দিবসে এই উপহার মেয়ে তো বটেই, জামাইয়েরও খুব পছন্দ হবে।