নয়াদিল্লি: আজ ‘বাহুবলী’ প্রভাসের ৩৮-তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁকে দুর্দান্ত একটি উপহার দিলেন ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টি। প্রভাস বিভিন্ন ডিজাইনের ঘড়ি পরতে ভালবাসেন। তাই জন্মদিনে তাঁকে একটি সুন্দর ঘড়ি উপহার দিয়েছেন অনুষ্কা।
বাহুবলী-২-এ প্রভাস-অনুষ্কার জুটি দর্শকদের নজর কেড়েছিল। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, তাঁদের বাগদান হয়ে গিয়েছে। তবে প্রভাস সেই খবর অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ও অনুষ্কা ৯ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। তাঁরা ভাল বন্ধু। এছাড়া তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই।
দেখুন, প্রভাসের জন্মদিনে কী উপহার দিলেন অনুষ্কা শেট্টি
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2017 04:20 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -