নয়াদিল্লি: নবরাত্রির (Navratri) আগে নতুন গান নিয়ে ফের শ্রোতাদের মাঝে ফিরলেন সকলের প্রিয় ফাল্গুনী পাঠক (Falguni Pathak)। গানের নাম, 'ভাসালড়ি' ('Vasaladi')। বিনোদ ভানুশালির 'হিটজ় মিউজিক'-এর (Hitz Music) প্রযোজনায় মুক্তি পেয়েছে এই গান। এতদিন পর 'ডান্ডিয়া রানি' (Queen of Dandiya) ফাল্গুনী পাঠককে নাচে-গানে ফেরত পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও। গরবার তালে তাল মেলাতে দেখা গেল তাঁকে এই ভিডিওয়। 


মুক্তি পেল ফাল্গুনী পাঠকের নতুন গান


গরবার তালে পা মিলিয়ে গান নিয়ে ফেরত এলেন ফাল্গুনী পাঠক। 'ভাসালড়ি' মন জয় করেছে শ্রোতাদের। 'নবরাত্রি' স্পেশাল এই গানটির জন্য ফাল্গুনী পাঠক জুটি বেঁধেছেন শৈল হাডার সঙ্গে। তাঁরা দুই জনেই একসঙ্গে এই গানটি তৈরি করেছেন ও গেয়েছেন। গানটি লিখেছেন ভোজক অশোক অঞ্জম।


নবরাত্রি মানেই ফাল্গুনী পাঠকের গান মাস্ট। বহুদিন ধরেই তাঁর একাধিক গানের তালে ডান্ডিয়া ঠোকেন শিল্পীরা। মাতেন উৎসবে। তাঁর গান শুনে, নাচ দেখে ভালবেসেই বড় হয়েছেন দর্শক শ্রোতাও। ফলে 'ভাসালড়ি' ঘোষণা করার পর থেকেই বহুদিন পর আবারও মিউজিক ভিডিওয় ফাল্গুনী পাঠককে দেখা যাবে জেনে উচ্ছ্বসিত ছিলেন শ্রোতারা। রঙিন, ঝকঝকে, নিরলস গরবা ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন জিগর সোনি ও সুহ্রদ সোনি। মিউজিক ভিডিওর মধ্যে তাঁদেরও দেখা গেছে। পরিচালনা করেছেন সঞ্জয় লোন্ধ।


 



এই গানের সম্পর্কে ফাল্গুনী পাঠক বলেন, 'এই নবরাত্রি উপলক্ষ্যে ভাসালড়ি আমার পক্ষ থেকে শ্রোতাদের জন্য উপহার। আশা করি তাঁরা গানটি উপভোগ করবেন এবং তাঁদের এবারের ডান্ডিয়া উদযাপনে এই গানটিই বারবার চালাবেন।'


 






ফাল্গুনী পাঠকের কাজের বড় ভক্ত বিনোদ ভানুশালী। তিনি বলেন, 'ফাল্গুনী পাঠকের গান ছাড়া নবরাত্রি অসম্পূর্ণ। আজও তাঁর গান আমাদের নস্ট্যালজিক করে তোলে এবং মিউজিক লেবেল হিসেবে আমাদের ফ্যানেদের আমরা এই বছর গরবা করার জন্য নতুন গান দেওয়ার চেষ্টা করেছি।' এই গানে উঠে আসবে ফাল্গুনী পাঠকের নিজস্ব ঘরানার স্বাদ। এখন শুধু অপেক্ষা হাতে ডান্ডিয়া তুলে নেওয়ার আর মেতে ওঠার 'ভাসালড়ি'র তালে।