‘ওল্ড ইজ গোল্ড’, আশির দশকে শাহরুখ-ফারহা-কর্ণ জোহরের এই ছবি সত্যিই অমূল্য!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 May 2017 11:34 AM (IST)
মু্ম্বই: বলিউড বাদশা শাহরুখ খান, প্রযোজক-পরিচালক কর্ণ জোহর এবং কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান যে আজেক বন্ধু নয়, তা পুরনো এক অ্যালবামের পাতা ওল্টালেই বোঝা যায়। তাঁরা বহুদিন ধরেই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এই তিনমূর্তি মিলে একসঙ্গে 'কভি খুশি কভি গম', 'মাই নেম ইজ খান', 'ম্যাঁ হু না'-র মতো বহু হিট ছবি বক্স অফিসকে উপহার দিয়েছেন। তবে পুরনো দিনের স্মৃতির পাতা ওল্টালে বোঝা যায় এই তিনমূর্তি শুধুমাত্র অনস্ক্রিনেই হিট জুটি ছিলেন না, তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রিও ছিল অসাধারণ। বলিউডের মতো ইন্ডাস্ট্রি যেখানে বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক কোনও কিছু স্থায়ী ন, সেখানে এই তিনমূর্তির সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে গভীর থেকে গভীরতর হয়েছে। সম্প্রতিই তাই ফারহা খান তাঁর ইন্সটাগ্রাম পেজে পুরনো দিনের এই আনন্দের মুহূর্তের ছবি ভক্তদের উপহার দিয়েছেন। ছবিতে শাহরুখের পোশাক এবং ফারহার স্টাইল সত্যিই নজর কাড়ে। ছবির সঙ্গে এই ক্যাপশন দিয়েছেন ফারহা খান "#80sparty #blastfromthepast @iamsrk looking rather embarrassed at my antics with @karanjohar circa 2000!," she wrote alongside the image. নিজের বিয়ের দিনে কর্ণের সঙ্গে ফারহা আবার ২০১৫ সালে তিনমূর্তির এই ছবিটি শেয়ার করেন কর্ণ জোহর।