ভারতের নামে একী বললেন ‘রইস’ নায়িকা মাহিরা! দেখুন ভিডিও
ABP Ananda, Web Desk | 30 Dec 2016 12:47 PM (IST)
মুম্বই: পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের ‘রইস’-এর হাত ধরে বলিউডে আরও কাজ পাওয়ার স্বপ্ন বোধহয় স্বপ্নই রয়ে যাবে। বিশেষ করে ‘রইস’ মুক্তির ঠিক আগে ভারত ও বলিউড সম্পর্কে মাহিরার মন্তব্যের যে ভিডিও বাজারে ছড়িয়ে পড়েছে, তা শাহরুখ খানের এই নয়া ছবির পক্ষে মোটেই ভাল পাবলিসিটি নয়। একের পর এক ফ্লপ ছবির পর শাহরুখ কার্যত খড়কুটোর মত আঁকড়ে ধরেছেন ‘রইস’-কে। পাক নায়িকা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা ধামাচাপা দিতে এমএনএস-কে তিনি কথা দেন, ছবির নায়িকা মাহিরা এ দেশে এসে প্রচারে যোগ দেবেন না। 'রইস'-এ মাহিরা তারপরেও মাহিরার এই ২০১১-র ভিডিও যেভাবে দাবানলের মত ছড়িয়ে পড়েছে, তাতে এসআরকে-র মুশকিল বাড়তে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চ্যাট শোয়ে মাহিরা বলছেন, ভারতের থেকে আমাদের কিছু শেখার নেই। কিচ্ছু না। আমরা তো আর বলিউড নই। টুইটারে কয়েক হাজারবার রিটুইট হয়েছে এটি। দেখুন সেই ভিডিও